অপরূপ চাঁদ উদয় নদীয়াপুরে তিমির না রহে ত্রিভুবনে। অবনীতে অখিল জীবের শোক নাশল নিগমনিগূঢ় প্রেমদানে।। (আরে মোর) গৌরাঙ্গ সুন্দর রায়। ভকত-হৃদয়- কুমুদ পরকাশল অকিঞ্চন জীবের উপায়।।ধ্রু।। শেষ শঙ্কর নারদ চতুরানন নিরবধি যাঁর গুণ গায়। সো পহুঁ নিরুপম নিজগুণ শুনাইতে আনন্দে ধরণী লোটায়।। অরুণ নয়ান কিয়ে বরুণ-আলয় হেন বরিষয়ে প্রেমসুধা-জল। যদুনাথ দাস বলে জীবের করমফলে প্রসবে […]
keyboard_arrow_right