আজ কালার পিরিতে রে সাম আজ কালার পিরিতে,
জাতিকুল সরম ভরম সব দিলাম তার হাতে। ধু
ভাই বন্ধু ইষ্টি কুটুম যা আছে জগতে,
সবে বলে কুল ডুবাইছি দাগ লাগাইছি জাতে।।
বন্দের জালায় তনু কালা কইতে বুক ফাটে,
না জানি করিয়া প্রেম এত দুঃখ ঘটে।
কাজ নাই আমার কুল মানের, কাজ নাই আমার জাতের,
পাইলে সন্ন্যাসী হইয়া জাইমু তার সাতে।
পাগল আরকুম বলে সব খুয়াইলবু মাসুকের পিরিতে,
অবশ্য আসিয়া কালা মিলিব তার সাতে।