অলকা তিলক দিঞা পীত বাস পরাইঞা
চূড়াটি বান্ধিঞা দেহ মাথে।
কস্তুরি লেপিঞা মোর বরণ করহ কাল
মোহন মুরলী দেহ হাথে।।
শুনিঞা রাইর বাণী বিদগধ শিরোমণি
বসন ভূষণ পরাইঞা।
চান্দ-মুখ হেরি হেরি অধর চুম্বন করি
রসভরে উলসিত হিয়া।।
ভাবে পহুঁ গদ গদ ছান্দাইঞা দুটি পদ
মোহন মুরলী দিল হাথে।
ত্রিভঙ্গ ভঙ্গিম করি দুহুঁ অঙ্গ হেলাহেলি
মুরলী বাজাএ এক সাথে।।
বদনে বদন লাগে হিয়াএ মদন জাগে
পুলকে পুরল দুহুঁ তনু।
দীনবন্ধু দাস বলে পরম আনন্দ ভরে
মুরলী বাজায় রাই কানু।।