অগো সই, কে জানে এমন রীত। শ্যাম বঁধুর সনে পীরিতি করিয়া কেবা যাবে পরতীত।। খাইতে পীরিতি শুইতে পীরিতি পীরিতি স্বপনে দেখি। পীরিতি লহরে আকুল হইয়া পরাণ পীরিতি সাথী।। পীরিতি আঁখর জপি নিরন্তর এক পণ তার মূল । শ্যাম বঁধুর সনে পীরিতি করিয়া নিছিদ দিলাম কুল।। চন্ডীদাস কয় অসীম পীরিতি কহিতে কহিব কত। আদর করিয়া যতেক […]
keyboard_arrow_right