• কি কাজ করিনু আপনা খাইয়া
    কি কাজ করিনু আপনা খাইয়া চাহিল শ্যামের পানে। এ ঘরে বসতি নহিল নহিল এমতি হইল কেনে।। যেমন বাউল হরিণী তরাসে খাইলে ব্যাধের বাণ। তেমত করিল অবলার প্রাণ ইহাতে নাহিক আন।। পরের পরাণ হরিতে নাগর পাতয়ে কতেক ফান্দ। কোন্‌ কুলবতী পীরিতি করিয়া এ চিত্তে ধৈরজ বান্ধ।। keyboard_arrow_right
  • পুন দেবগণ করিল গমন
    পুন দেবগণ করিল গমন রসের সায়রে-কুলে। মথন করিতে লাগল জতনে সেই সায়রের জলে।। মথিতে মথিতে রসের সায়রে উঠিল পুলক-ধারা। হেনক সমএ বিরিঞ্চি দেখল রাখাল জতনে সারা।। পুনরপি দেব মথিতে লাগল সেই না সায়র-জলে। দ্বিতীয় মথনে প্রেমবরিখত দেব সে দেখল ভালে।। দ্বিতীয় মথনে উঠল জতনে আনন্দ-রসের রী। ভাঙ্গিয়া সে ফল তুরিত দেখল সভে দেই করতালী।। মহেশ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ