• ”মথুরা পুরেতে ধাম” কপটে বলয়ে শ্যাম
    ”মথুরা পুরেতে ধাম” কপটে বলয়ে শ্যাম ”আইলাম এই বৃন্দাবনে। মনে মনে বাঞ্ছা এই সকল তোমারে কই শুন শুন বলি তোমা স্থানে।। দেবী আরধনা করি ভিক্ষার লাগিয়া ফিরি আর করি তীর্থেতে ভ্রমণ। হই আমি তীর্থবাসী সদাই আনন্দে ভাসি এই সত্য বলিহে বচন।। জিজ্ঞাসা করিলা যেই তাহাতে তোমারে কই ব্রজমাঝে রব কিছু কাল।” ইহা বলি দেয়াশিনী চলে […] keyboard_arrow_right
  • অবহুঁ রভসরস কয়লহি ধাধস
    অবহুঁ রভসরস কয়লহি ধাধস ঝামর দুপর বেলি। উলটল কবরি অম্বর নাহি সম্বরি কহ কেবা গারি বা দেলি।। সখি হে কোন এতহুঁ দুখ দেল। বিকচ কমলফুল লোচন দুহুঁ তুল অব কাহে মূদিত ভেল।।ধ্রু।। তাম্বূল অধরহি মধুর বিম্বফল কীর কিবা দংশিল তাহে। কুচছিরিফল পর বিহগ কি বৈঠল অরূণ রেখ ভেল কাহে।। কাজর কপোল লোল অমিয়া ফল সিন্দূর […] keyboard_arrow_right
  • অসিত-পক্ষের শশী যেন দিনে দেখি
    অসিত-পক্ষের শশী যেন দিনে দেখি। শ্রাবণের ধারা যেন ঝরে দুই আঁখি।। ধরণী শয়নে অঙ্গ ধূলায় ধূসর। উঠিতে বসিতে নারে কাঁপে কলেবর।। কোকিলের গান যেন কুলিশ সমান। জৈমিনি জৈমিনি বলি মুন্দে দু-নয়ান।। ফুকরি কান্দিতে তার নাহিক শকতি। তোমা বিনে জীবন-সংশয় রসবতী।। বলরাম বলে যদি দেখিবে রাধারে। অবিলম্বে আগুসার কর ব্রজ-পুরে।। keyboard_arrow_right
  • আইস বৈস তরুমূলে শশিমুখি রাই
    আইস বৈস তরুমূলে শশিমুখি রাই। তোমার বদনশোভার বলিহারি যাই।। ঢর ঢর কষিল কাঞ্চনতনু গোরি। ধরণী পড়িয়ে নবযৌবন হিলোরি।। বদন শরদ সুধানিধি অকলঙ্ক। মনমথ মথন অলপ দিঠি বঙ্ক।। আলো রাই কি বলিব আর। ভুবনে দিবার নাহি তুলনা তোমার।।ধ্রু।। কুটিল কুন্তল বেঢ়ি কুসুমের জাদ। সুরঙ্গ সিন্দুর সিঁথে বড় পরমাদ।। উন্নত উরোজ কিবা কনকমহেশ। মুঠিতে ধরিয়ে তব খিণ […] keyboard_arrow_right
  • আগো রাধার কি হলো অন্তরে ব্যথা
    আগো রাধার কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকই একলে না শুনে কাহার কথা ।। সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়নের তারা । বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেন যোগিনীর পারা ।। এলাইয়া বেণী খুলয়ে গাঁথনি দেখয়ে আপন চুলি । হসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি ।। এক দিঠ করি ময়ূর […] keyboard_arrow_right
  • আগো, রাধার কি হৈল অন্তরে ব্যথা
    আগো, রাধার কি হৈল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারো কথা।। সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়ান-তারা।। বিরক্তি আচরে রাঙ্গা বাস পরে মহা যোগিনীর পারা।। আউলাইয়া বেণী খুলয়ে গাঁথনি দেখয়ে আপন চুলি। হসিত বদনে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি।। এক দিঠ করি ময়ূর-ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে । চণ্ডীদাসে কয় নব […] keyboard_arrow_right
  • আন পরসঙ্গ স্বপনে না করে
    আন পরসঙ্গ স্বপনে না করে আনে না পাতয়ে কান। দিঠে দিঠে রহে নিমিখ না সহে নিরখে মঝু বয়ান।। কি না সে বন্ধুর পিরীতি কিরিতি কহিতে কহিব কী। সে সব চরিতে কত উঠে চিতে পরাণ নিছনি দী।। খেনে খেনে তনু পুলকে আকুল তিলেক না ছাড়ে সঙ্গ। হাসির মিশালে রসের আলাপ অমিয়া সিনায় অঙ্গ।। এক করে মোরে […] keyboard_arrow_right
  • আনন্দি আলো রাই
    আনন্দি আলো রাই। প্রেমের যৌবন দিয়া বন্ধের রূপ চাই।। বলাইয়া বুলেরে সমাই না ভাসিও লজ্জা । প্রেম ডালি আনি নিতাই কর বন্ধের সজ্জা।। আসিব পরাণের নাথ করিব কুশল । কালা বসন কলিকালে না হয় বিকল।। চৈতন্যরে বুলাইয়া নিতাইর কাছে বইও। দম নিরখিয়া দেখ গুলাম হুছন কয়।। keyboard_arrow_right
  • আবিরে অরুণ সব বৃন্দাবন
    আবিরে অরুণ সব বৃন্দাবন উড়িয়া গগন ছায়। বন্ধুয়া আমার হিয়ার মাঝারে কেহু না দেখিতে পায়।। চপল নয়ন পিচকারি যেন নিরখে নয়ন মোর। নব অনুরাগ- ফাগু ভরল তনু মন করি জোর।। শুধুই শ্যামল অঙ্গ-পরিমল চন্দন চুয়াক ভাতি। মোর নাসা জনু ভ্রমরী উমতি ততহিঁ পড়ল মাতি।। নয়নে নয়নে বয়নে বয়নে হৃদয়ে হৃদয়ে মেলি। দুই কলেবর অরুণ অম্বর […] keyboard_arrow_right
  • আমরা সরল পীরিতি গরল
    আমরা সরল পীরিতি গরল লাগিল অমিয়াময়। মহানন্দ রীতি বিছুরিলুঁ পতি কলঙ্কী সকলে কয়।। সই, দৈবে হৈল হেন রীত। অন্তর জ্বলিল পরাণ পুড়িল ঐছন কানুর প্রীত ।। ধ্রু মাটী খোদাইয়া খাল বনাইয়া উপরে দেয়ল চাপ। (আগে) আহার দিয়া মারয়ে বান্ধিয়া এমন করয়ে পাপ।। নায়ে চড়াইয়া দরিয়ায় লৈয়া ছাড়য়ে অগাধ জলে। ডুব ডুব করে ডুবিয়া না মরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ