• আজু পেখনু নন্দকিশোর
    আজু পেখনু নন্দকিশোর। কেলিবিলাস সবহু অব তেজল অহনিশি রহত বিভোর।। যবধরি চকিত বিলোকি বিপিনতটে পালটি আওলি মুখ মোড়ি। তবধরি মদন- মোহন তনু কাননে লুঠই ধৈরয পণ ছোড়ি।। পুন ফিরি সোই নয়নে যদি হেরবি পাওব চেতন নাহ। ভুজঙ্গিনী দংশি পুনহি যদি দংশয়ে তবহি শময়ে বিষদাহ।। অব শুভ খন ধনি মণিময় ভূষণ ভূষিত তনু অনুপাম। অভিসরু বল্লভ […] keyboard_arrow_right
  • দক্ষিণ নয়নে নাচিল যখন
    দক্ষিণ নয়নে নাচিল যখন দেখিল বিপদ দশা। দিয়া সে দেবতা দেবীরে পূজিতে দেখল আপদ ভাসা।। দেবতা উপরে দিয়া ফুলদল দেয়াশী জুড়ল কর। দেহ মাতা দেবি দরিয়া হইয়া ঘরে রহে দামোদর।। দেবী সে না দিল মাথার সে ফুল তাহাতে জানল মনে। দিব বহু দুখ দুখের সাগরে ফেলাব নাগর কানে।। দেখিয়া দয়াল গুণের সাগর দর দর দুটি […] keyboard_arrow_right
  • শুন হে নাগর গুণমণি
    “শুন হে নাগর গুণমণি। সায়রে ফেলিব বিনোদিনী।। একূল ওকূল নাহি তাথে।। ভাসাইল মাঝ দরিয়াতে।। এত যদি ছিল তোর মনে । তবে প্রেম বাচাইলা কেনে ।। পরিহর কি দোষ দেখিয়া । তবে তুমি যাইবে ছাড়িয়া।। কে তোমা লইয়া যেতে পারে। স্ত্রীবধ-পাতকী দিব তারে।। সেই জন দেখিব কেমন। পরবধ করিতে যতন।। দোষ-গুণ আগেতে বিচারি।। তবহি যাইবে মধুপুরী।। […] keyboard_arrow_right
  • শুন হে নাগর গুণমণি
    শুন হে নাগর গুণমণি। সায়রে ফেলিব বিনোদিনী।। এ কুল ও কুল নাহি তাথে। ভাসাইলা মাঝ দরিয়াতে।। এত যদি ছিল তোর মনে। তবে প্রেম বাচাইলা কেনে।। পরিহর কি দোষ দেখিয়া। তবে তুমি যাইবে ছাড়িয়া।। কে তোমা লইয়া যেতে পারে। স্ত্রীবধ পাতকী দিব তারে।। সেই জন দেখিব কেমন। পরবধ করিতে যতন।। দোষ গুণ আগেতে বিচারি। তবহু যাইবে […] keyboard_arrow_right
  • শুনহ নাগর গুণের সাগর
    শুনহ নাগর গুণের সাগর এই সে মহিমা তোর। অবলা অখলে ফেলাইলা জলে কে আর আছয়ে মোর।। তোমার শীতল চরণ দেখিয়ে দেখি এ কুলের বালা। ছায়ার কারণে শীতল বলিয়া তাহে ভেল এত জ্বালা।। সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই তোরা পিয়াস যাইব দূর। অধিক বাড়ল পিয়াস অন্তর মনমথ নাহি পূর।। ছায়ার কারণে তরুরে সেবিনু তাপ হইল বড়ি। […] keyboard_arrow_right
  • হেদে গো সজনি সই তোমারে কিছুই কই
    হেদে গো সজনি সই তোমারে কিছুই কই এ দুখে জীবায় নহে রাধা। * * * * * * * * * * যে জন পরম বন্ধু সে দিল শোকের সিন্ধু ভাবিতে গুণিতে সেই লেহা। বুঝিল আপন চিতে মরণ আইল নিতে আর কি রহিব পাপ দেহা।। শুন গো মরম-সখি বড় পরমাদ দেখি এ তনু তেজিব আমি […] keyboard_arrow_right
  • হেদে গো সজনি সই, তোমারে কিছুই কই
    “হেদে গো সজনি সই, তোমারে কিছুই কই এ দুখে জীবার নহে রাধা। * * * * * * * * * * * *।। যেজন পরম বন্ধু সে দিল শোকের সিন্ধু ভাবিতে গুণিতে সেই লেহা। বুঝিল আপন চিতে মরণ আইল নিতে আর কি রহিব পাপ দেহা।। শুন গো মরম সখি, বড় পরমাদ দেখি এ তনু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ