• কুঞ্জ কুঞ্জর ভেল কোকিল শোকিল
    কুঞ্জ কুঞ্জর ভেল কোকিল শোকিল বৃন্দাবন বন-দাব। চন্দ মন্দ ভেল চন্দন কন্দন মারুত মারত ধাব।। কতয়ে আরাধব মাধব তোহে বিনু বাধাময়ি ভেল রাধা।। কঙ্কণ ঝঙ্কণ কিঙ্কিণি শঙ্কিনি কুণ্ডল কুণ্ডলি-ভান। যাবক পাবক কাজর জাগর মৃগমদ মদ-করি মান।। মনমথ মনমথে চঢ়ল মনোরথ বিষম কুসুম-শর জোরি। গোবিন্দদাস কহয়ে পুন এতিখণে না জানিয়ে কিয়ে ভেল গোরি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ