• স্ফুরদিন্দীবর-নিন্দি-কলেবর
    স্ফুরদিন্দীবর- নিন্দি-কলেবর রাধা-কুচ-কুঙ্কুম-ভর-পিঞ্জর। সুন্দর-চন্দ্রক- চূড়-মনোহর চন্দ্রাবলি-মানস-শুক-পঞ্জর।। জয় জয় জয় গুঞ্জাবলি মণ্ডিত। প্রণয়-বিশৃঙ্খল- গোপী-মণ্ডল- বর-বিম্বাধর-খণ্ডন-পণ্ডিত।।ধ্রু।। মৃগ-বনিতানন- তৃণ-বিস্রংসন- কর্ম-ধুরন্ধর-মুরলী-কূজিত। স্বারসিক-স্মিত- সূষমোন্মাদিত- সিদ্ধ-সতী-নয়নাঞ্চল পূজিত।। তাম্বূলোল্লস- দানন-সারস জাম্বূনদ-রুচি-বিস্ফুরদম্বর। হর কমলাসন- সনক-সনাতন ধৃতি-বিধ্বংসন-লীলা-ডম্বর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ