• অপরূপ রথ আগে
    অপরূপ রথ আগে। নাচে গোরারায় সবে মিলি গায় যত যত মহাভাগে।।ধ্রু।। ভাবেতে অবশ কি রাতি দিবস আবেশে কিছু না জানে। জগন্নাথমুখ দেখি মহাসুখ প্রেমেতে মাতিল গানে।। খোল করতাল কীর্ত্তন রসাল ঘন ঘন হরিবোল। জয় জয় ধ্বনি সুর নরমণি গগনে উঠয়ে রোল।। নীলাচলবাসী আর নানা দেশী লোকের উথলে হিয়া। প্রেমের পাথারে সবাই সাঁতারে দুখী যদু অভাগিয়া।। keyboard_arrow_right
  • মরকত মণি নব-ঘন জিনি
    মরকত মণি নব-ঘন জিনি নীল-উতপল শোভা। দলিত অঞ্জন অধিক চিক্বণ রূপে ত্রিভুবন লোভা।। শিরে মোহন চূড়া। নব-মল্লিকা-মালতি-বেড়া। ময়ূর-চন্দ্রিকা শোভে তছু পর কুলবতী কুল বূরা।।ধ্রু।। কুটিল কুন্তল কিয়ে কাম-জাল অলকা উরগ পাশে। শোভে স্বেদ-কণ যেন উড়ুগণ উদিত ভেল আকাশে।। ভালে চন্দন-চান্দ। কিয়ে কামিনি-মোহন ফান্দ। তিলক রুচির মোহে পঞ্চ-শর যুবতী বন্ধন ছান্দ।। যুগল নয়ন গঞ্জে মৃগমীন কটাক্ষ […] keyboard_arrow_right
  • সময় জানিয়া তুরিত হইয়া
    সময় জানিয়া তুরিত হইয়া আসিয়া ধনিষ্ঠা নারী। যশোদামন্দিরে পিঁঢ়ার উপরে সুখদ আসন করি।। সুগন্ধি সলিল করিয়া শীতল পূরিয়া আনল ঝারি। রাইয়ের পক্বান্ন আনিয়া তখন রাখল পৃথক করি।। এ সূপ মুদ্‌গ মরিচা সুখদ যে কিছু আছিল ঘরে। যশোদাবচনে আনিল তখনে কানুর ভোজন তরে।। সিনান করিয়া বলাই হাসিয়া চলিলা আপন ঘরে। কানুর বচন না মানে তখন বারুণীপানের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ