অপরূপ রথ আগে।
নাচে গোরারায় সবে মিলি গায়
যত যত মহাভাগে।।ধ্রু।।
ভাবেতে অবশ কি রাতি দিবস
আবেশে কিছু না জানে।
জগন্নাথমুখ দেখি মহাসুখ
প্রেমেতে মাতিল গানে।।
খোল করতাল কীর্ত্তন রসাল
ঘন ঘন হরিবোল।
জয় জয় ধ্বনি সুর নরমণি
গগনে উঠয়ে রোল।।
নীলাচলবাসী আর নানা দেশী
লোকের উথলে হিয়া।
প্রেমের পাথারে সবাই সাঁতারে
দুখী যদু অভাগিয়া।।