মরকত মণি নব-ঘন জিনি
নীল-উতপল শোভা।
দলিত অঞ্জন অধিক চিক্বণ
রূপে ত্রিভুবন লোভা।।
শিরে মোহন চূড়া।
নব-মল্লিকা-মালতি-বেড়া।
ময়ূর-চন্দ্রিকা শোভে তছু পর
কুলবতী কুল বূরা।।ধ্রু।।
কুটিল কুন্তল কিয়ে কাম-জাল
অলকা উরগ পাশে।
শোভে স্বেদ-কণ যেন উড়ুগণ
উদিত ভেল আকাশে।।
ভালে চন্দন-চান্দ।
কিয়ে কামিনি-মোহন ফান্দ।
তিলক রুচির মোহে পঞ্চ-শর
যুবতী বন্ধন ছান্দ।।
যুগল নয়ন গঞ্জে মৃগমীন
কটাক্ষ কাম-শায়ক।
ভুরু-চাপে ধরি বিন্ধে বর নারী
মদন-মোহ-নায়ক।।
নাসায় মুকুতা দুলে।
যেন হিম-কণ তিল-ফুলে।
অধর-যুগল জিনি নব-দল
বন্ধুক-নহেক তুলে।।
দশন দাড়িম কুন্দ-কলি সম
বিকচ-কমল হাসি।
কিয়ে নিশাপতি নিশা করি স্থিতি
ঢালিছে অমিয়া-রাশি।।
গণ্ডে কুণ্ডল খেলা।
হেরি মকর আকুল ভেলা।
শ্রুতি-যুগপরি কদম্ব-মঞ্জরী
যুবতি-ভরম গেলা।।
আজানুলম্বিত ভুজ সুবলিত
করি সুত-শুণ্ড জিনি।
রচিত কাঞ্চন নানা মণিগণ
বলয় কঙ্কণ পাণি।।
তাহে শোভয়ে বাঁশি।
কিয়ে যুবতি-ধরম গ্রাসি।
রাতা উতপল জিনি কর-তল
নখরে উদিত শশী।।
উর পরিসর শ্রীবৎস সুন্দর
কৌস্তুভ কুসুম-হারা।
মুকুতা মাণিক কুন্দন কনক
জড়িত বহে ত্রিধারা।।
কিয়ে তরু-তমালে।
যেন স্থকিত বিজুরী খেলে।
মলয়জ-ঘন অঙ্গে বিলেপন
চাঁদ-জোতি যমি-জলে।
জিনি মৃগ-পতি ক্ষীণ কটি অতি
রোমাবলি কাম-দণ্ড।
নাভি-সরোবরে কাম-মীন চরে
ত্রিবলি তরঙ্গ-খণ্ড।।
পীত বরন হেন।
নব ঘনেতে তড়িত যেন।
কটিতে কিঙ্কিণী ঘণ্টিকার ধ্বনি
মোহিত যুবতি-মন।।
ঊরু রাম-রম্ভা মুনি-মন-লোভা
চরণে অরুণ সাজে।
নখর-মুকুর রতন-নূপুর
রুনুর ঝুনুর বাজে।।
গতি মত্ত মাতঙ্গে।
হেরি মুরছিত ভেল অনঙ্গে।
আনন্দ-চাঁদের চিত-মধুকর
পিয়ে মকরন্দ রঙ্গে।।