মরকত মণি জিনি চিকন বরণখানি
কে ধূলা দিঞাছে শ্যাম অঙ্গে।
বিহানে পরের ঘরে গেছিলে কিসের তরে
বিবাদ করিলে কার সঙ্গে।।
বাছা তোমার নিছনি লইঞা মরি।
দুটি নয়নের তারা তিলে তিলে হই হারা
এত দুখ সহিতে কি পারি।।
ছল ছল দুটি আঁখি পরাণ কান্দয়ে দেখি
কে তোর করিলে অপমান।
তোমার মলিন মুখ দেখিঞা বিদরে বুক
বল দেখি কি করি বিধান।।
এ ঘর আঙ্গিনা ছাড়ি না যাইও কাহার বাড়ি
ছাল্যা-ধরা আস্যাছে গোকুলে।
নগর‍্যা বালক সাথে ক্ষীর সর করি হাথে
বেড়াঞা বেড়াছ্যে নানা ছলে।।
হেদে রে চান্দের কোণা এ ক্ষীর নবনী ছেনা
খাঞা আঙ্গিনাতে কর খেলা।
দীনবন্ধু দাস বলে আস্য আস্য করি কোলে
বসনে মুছাঞা দিএ ধূলা।।