মরকত মণি নব-ঘন জিনি নীল-উতপল শোভা। দলিত অঞ্জন অধিক চিক্বণ রূপে ত্রিভুবন লোভা।। শিরে মোহন চূড়া। নব-মল্লিকা-মালতি-বেড়া। ময়ূর-চন্দ্রিকা শোভে তছু পর কুলবতী কুল বূরা।।ধ্রু।। কুটিল কুন্তল কিয়ে কাম-জাল অলকা উরগ পাশে। শোভে স্বেদ-কণ যেন উড়ুগণ উদিত ভেল আকাশে।। ভালে চন্দন-চান্দ। কিয়ে কামিনি-মোহন ফান্দ। তিলক রুচির মোহে পঞ্চ-শর যুবতী বন্ধন ছান্দ।। যুগল নয়ন গঞ্জে মৃগমীন কটাক্ষ […]
keyboard_arrow_right