• আরে মোর আরে মোর সোণার বঁধুর
    আরে মোর আরে মোর সোণার বঁধুর। অধরে কাজর দেখি কপালে সিন্দুর।। বদন-কমলে কিবা তাম্বুল শোভিত। পায়ের নখের ঘায়ে হিয়া বিদারিত।। এস না এস না বঁধু আঙ্গিনার কাছে। তোমারে ছুঁইলে মোর ধরম যায় পাছে।। শুনিয়া পরের মুখে নহি পরতীত। এবে সে দেখিনু তোমার এই সব রীত।। সাধিলে মনের কাজ কি আর বিচার । দূরে রহ দূরে […] keyboard_arrow_right
  • আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ
    আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ। কে সাজালে হেন সাজে হেরে বাসি দুখ।। কপালে কঙ্কণ-দাগ আহা মরি মরি। কে করিল হেন কাজ কেমন গোঙারি।। দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে। রক্তোৎপল ভাসে যেন নীলসর-মাঝে।। কেমন পাষাণী যার দেখি হেন রীতি। কে কোথা শিখালে তারে এ হেন পীরিতি।। ছল ছল আঁখি দেখি মনে ব্যথা পাই। কাছে বশ […] keyboard_arrow_right
  • কহ কহ বন্ধু আপন কুশল
    কহ কহ বন্ধু আপন কুশল আমি ত দৈব-হতা । কার ঘরে নিশি সুখে গোঙাইলে কহিবে ধরম-কথা।। তোমার বালাই লইয়া মরি। আঁখি পসারিয়া চাহিতে না পার আলস হৈয়াছে ভারি।।ধ্রু।। অধরে অঞ্জন লাগিয়াছে যেন বান্ধুলী ফুলের অলি। তাহে পরিধান অসিত বসন আঁধারে মেঘের মালি।। কিবা নিশি দিন পরের সদন ছাড়িয়া রহিতে নার। তিলেক কুশলে রাখ কোন জনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ