• চলল দূতি কুঞ্জর জিতি
    চলল দূতি কুঞ্জর জিতি মন্থর-গতিগামিনী। খঞ্জন দিঠি অঞ্জন মিঠি চঞ্চল মতি চাহনী।। জঙ্গল তট পন্থ নিকট আসি দেখিল গোপিনী। গোপ সঙ্গে শ্যাম রঙ্গে গোঠে কয়ল সাজনী।। না পাঞা বিরল আঁখি ছল ছল ভাবিঞা আকুল গোপিকা। নাহ রমণ- দরশন বিনু কৈছে জীয়ব রাধিকা।। যমুনা কূল চম্পক মূল তাঁহি বসিল নাগরী। দীনবন্ধু পড়ল ধন্দ হইল বিপদ পাগলী।। keyboard_arrow_right
  • ধনী সাজত শ্যাম মনোহর বেশ
    ধনী সাজত শ্যাম মনোহর বেশ। কসি কানড় ছান্দে বান্ধাওল কেশ।। সিঁথি সিন্দূর চন্দন-বিন্দুছটা। রবিমণ্ডল বেঢ়ল চান্দ ঘটা।। মৃগনাভি-বিচিত্রিত গণ্ড দুকূল। বর বেশর লম্বিত নাসিক মূল।। ঘন কুঙ্কুম চন্দন লেপি কুচভার। তহি শোভিত সুন্দর মোতিম হার।। কর-কঙ্কণ হেরি অনঙ্গ বিভোর। কটি কিঙ্কিণী মণ্ডিত নীল নিচোর।। পদ-পঙ্কজ রঞ্জিত যাবক রঙ্গ। দীনবন্ধু নেহারি প্রফুল্লিত অঙ্গ।। keyboard_arrow_right
  • নিজ মন্দির তেজি গতং ঝটকং
    নিজ মন্দির তেজি গতং ঝটকং। চলকুণ্ডল মণ্ডিত গণ্ডতটং।। মদমত্তমতঙ্গজ মন্দগতা। জটিলাপদপঙ্কজ-ধূলিনতা।। নত কন্ধর হেরি গতং সুবলং। জটিলা জয় দেই বনে কুশলং।। মধুরাধরবাদ সুধা সম মীঠ। গুরু গর্ব্বিত ছর্দ্দিত দেওল পীঠ।। সুবলাকৃতি রাই বনে গমনং। দীনবন্ধুকলিতং ভণনং।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ