• অধর সুধারস লুবধক মানস
    অধর সুধারস লুবধক মানস তনু পরিরম্ভণ চাহ। অনিমিখ লোচন মুখ অবলোকন কৈছে হোত নিরবাহ।। দেখ সখি রাধামাধব প্রেম। দুলহ রতন জনু দরশন মানয়ে পরশন গাঁঠিক হেম।।ধ্রু।। আনন্দনীরে নয়ন যব ঝাঁপয়ে তবহি পসারিত বাহ। কাঁপয়ে ঘনঘন কৈছে করব পুন সুরত-জলধি-অবগাহ। মধুরিম হাসি সুধারস বরিখনে গদগদ রোধয়ে ভাষ। চিরদিনে মিলন লাখগুণ নিধুবন ভণ ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • অন্তরে উথলল প্রেম-তরঙ্গ
    অন্তরে উথলল প্রেম-তরঙ্গ। গোই রোই চলু দোতিক সঙ্গ।। আগুসারি ধরতহি দোতিক পাণি। মঝু লাগি যতনে কহবি দউ বাণি।। ধনি যদি রখে সহবি নিজ গায়। ইথে লাগি তুহারি ধরত হম পায়।। এত কহি নাহ দোতি দুহুঁ মেল। কুঞ্জ-নিয়ড়ে আসি উপনিত ভেল।। নাগর অঙ্গ-গন্ধ ধনি তহি পাই। তৃষিত চাতকি জনু চৌদিগে চাই।। তৈখনে সুমুখে আয়ল যব কান। […] keyboard_arrow_right
  • অলকা তিলক দিঞা পীত বাস পরাইঞা
    অলকা তিলক দিঞা পীত বাস পরাইঞা চূড়াটি বান্ধিঞা দেহ মাথে। কস্তুরি লেপিঞা মোর বরণ করহ কাল মোহন মুরলী দেহ হাথে।। শুনিঞা রাইর বাণী বিদগধ শিরোমণি বসন ভূষণ পরাইঞা। চান্দ-মুখ হেরি হেরি অধর চুম্বন করি রসভরে উলসিত হিয়া।। ভাবে পহুঁ গদ গদ ছান্দাইঞা দুটি পদ মোহন মুরলী দিল হাথে। ত্রিভঙ্গ ভঙ্গিম করি দুহুঁ অঙ্গ হেলাহেলি মুরলী […] keyboard_arrow_right
  • আজু উলস অভঙ্গ
    আজু উলস অভঙ্গ। গোরী শ্যামর নবীন সঙ্গমে উপজে নব নব রঙ্গ।। কুহরে কোইল কীর। দেই সুখ অলি পুঞ্জ গুঞ্জত বহত মলয় সমীর।। চতুর সহচরী মেলি। কুঞ্জ শয়ন বিনোদ অলখিত হেরি হিয় ভরি নেলি।। ভণত নরহরি দাস। সফল হোয়ব কব এ লোচন হেরব ঐছে বিলাস।। keyboard_arrow_right
  • আজু সাজলি ধনী অভিসার
    আজু সাজলি ধনী অভিসার। চকিত চকিত কত বেরি বিলোকই গুরুজন ভবন দুয়ার।। অতি ভয় লাজে সঘন তনু কাঁপই ঝাঁপই নীলনিচোল। কত কত মনহি মনোরথ উপজত মনসিজ সিন্ধু হিলোল।। মন্থর গমনী পন্থ দরশাওলি চতুর সখী চলু সাথ। পরিমলে অধ্ব কানন করি বাসিত ভামিনী অবনত মাথ।। তরুণ তমাল সঙ্গ সুখ কারণ জঙ্গম কাঞ্চন বেলি। কেলি বিপিন নিপুণ […] keyboard_arrow_right
  • আজু হাম পেখলুঁ চিন্তায় নিগমন
    আজু হাম পেখলুঁ চিন্তায় নিগমন গৌরাঙ্গ নবদ্বিপ-চান্দ। তাহে মঝু মানস কাঁপই অহনিশি ঝর ঝর নয়নহি কান্দ।। ইহ বড় হৃদয়ক তাপ। গোকুল-নায়ক গোপিকা-ভাবহি কত শত করত বিলাপ।। ঘন ঘন শাস ডায়ত মহি লীখত বি-বরণ ভেল অরু ক্ষীণ। বাম করে অব- লম্বই মুখ-বিধু লোচন নিরঝর-চীন।। জগ ভরি করুণায়ে দেয়ল প্রেম-ধন দারিদ না রহ কোই। রাধামোহন পুন তহিঁ […] keyboard_arrow_right
  • আজুকার নিশি নিকুঞ্জে আসি
    আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস। রসের সাগরে ডুবাইল মোরে বিহানে চলিল বাস।। শুন হে সুবল সখা। সে হেন সুন্দরী গুণের আগরি পুনঃ কি পাইব দেখা।। মদনে আগুলি গলে গলে মিলি চুম্বন করল যত। কেশ বেশ যদি বিথার হইল তাহা বা কহিব কত।। অশেষ বিশেষ বচন কহিয়া আবেশে লইয়া কোড়ে। অঙ্গের পরশে হিয়া জুড়াইল […] keyboard_arrow_right
  • আমার বাসনা না হৈল তোষণা
    আমার বাসনা না হৈল তোষণা আঁখের হইল আড়। নিরবধি বিধি এমতি করিলে কেমন ব্যাপার তার।। সায়র নিকটে চাঁদ মিলিব ঘুচিব মনের দুখ। সুধা যে ক্ষরিবে অঙ্গ জুড়াইবে পাইব পরম সুখ।। পাপ নারী করি জনমিলে হরি পরের পতির আশে। কহে চণ্ডীদাস— না মিলল শেষে আপন করম দোষে।। keyboard_arrow_right
  • আমার বাসনা না হৈল তোষণা
    আমার বাসনা না হৈল তোষণা আঁখের হইল আড়। নিরবধি বিধি এমতি করিলে কেমন ব্যাপার তার।। সায়র নিকটে চাঁদ মিলিব ঘুচিব মনের দুখ। সুধা যে ক্ষরিবে অঙ্গ জুড়াইবে পাইব পরম সুখ।। পাপ নারী করি জনমিলে হরি পরের পতির আশে। কহে চণ্ডীদাসে না মিলিল শেষে আপন করমদোষে।। keyboard_arrow_right
  • আর এক গোপী যাইতে বাহিরে
    আর এক গোপী যাইতে বাহিরে দেখিল তাহার পতি। তাহারে রুষিয়া কহিছে গঞ্জিয়া নিশিতে যাইবে কতি।। একে ঘোর রাতি তাহাতে স্ত্রী জাতি ভয় নাহিক মনে। নাহি লাজ-ভয় কুলের কলঙ্ক কি করি যাইবি বনে।। অনেক গঞ্জিয়া তাহারে ধরিয়া লইয়া থুইল ঘরে। * * * * keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ