আমার বাসনা না হৈল তোষণা
আঁখের হইল আড়।
নিরবধি বিধি এমতি করিলে
কেমন ব্যাপার তার।।
সায়র নিকটে চাঁদ মিলিব
ঘুচিব মনের দুখ।
সুধা যে ক্ষরিবে অঙ্গ জুড়াইবে
পাইব পরম সুখ।।
পাপ নারী করি জনমিলে হরি
পরের পতির আশে।
কহে চণ্ডীদাস— না মিলল শেষে
আপন করম দোষে।।