• আওল শরদ নিশাকর নিরমল
    আওল শরদ নিশাকর নিরমল পরিমল কমলবিকাশ। হেরি হেরি বরজ রমণিগণ মুরছই সোঙরিয়া রাসবিলাস।। মাধব তুয়া অতি চপলচরিত। কিয়ে অভিলাষে রহলি মথুরাপুরে বিসরিয়া পুরুবপিরীতি।।ধ্রু।। এ সুখযামিনি বিরহিণি কামিনি কৈছনে ধরব পরাণ। রোই রোই ভরম সরম সব তেজল জিবইতে নাহি নিদান।। অমল কমলদল যো মুখমণ্ডল অব ভেল ঝামর তূল। চম্পতিপতি তোহে কিয়ে সমুঝায়ব পেখহ বল্লবিকূল।। keyboard_arrow_right
  • একাদশী করি নিশি অবশেষে
    একাদশী করি নিশি অবশেষে স্নানে গেলা ব্রজপতি। জলের মাঝারে বরুণের চরে নন্দেরে হরিল তথি।। এ বোল শুনিয়া নন্দের নন্দন পিতার উদ্দেশ লাগি। জলে ঝাঁপ দিয়া বরুণ-নিয়ড়ে গেলা মনে দুখ জাগি।। তাহা শুনি ধনী রাই সুবদনী মরমে পাইয়া দুখ। হা নাথ বলিয়া কান্দে ফুকারিয়া না দেখিয়া চাঁদ-মুখ।। ব্রজবাসিগণ করয়ে রোদন ক্ষিতিতলে লোটাইয়া। বিষাদ হেরিয়া উদ্ধব দাসের […] keyboard_arrow_right
  • একে যে সুন্দরী কনক পুতলি
    একে যে সুন্দরী কনক পুতলি খঞ্জন লোচন তার। বদন কমলে ভ্রমরা বলয়ে তিমির কেশের ধার।। সই, নবীন বালিকা সে। দৈবে উপজিল দেখিতে না পাইল সুমতি না দিল কে ।। নয়ন উজরে পরাণ ছটয়ে ধৈরয উঠাল যে। সঙ্গে কেহ নাই শুন কহি ভাই কাহারে সুধাব কে।। দন্ত দ্বিজ দাড়িম্ব বীজ ওষ্ঠ বিম্বক শোভা। দেখিয়া যুবকে মদন […] keyboard_arrow_right
  • একে সে সুন্দরী কনক পুতলি
    “একে সে সুন্দরী কনক পুতলি খঞ্জন লোচন তার। বদন-কমলে ভ্রমরা গুঞ্জরে তিমির কেশের ভার। সই, নবীন কলিকা সে। দৈবে উপজিল দেখিতে পাইল কাহারে সুধাব কে।। নয়ন উজরে পরাণ জুড়য়ে ধৈরয ঘুচাল মোর। সঙ্গে কেহো নাই শুন ওরে ভাই মদনে করিল ভোর।। কিবা দন্ত দ্বিজ দাড়িম্বের বীজ ওষ্ঠ বিম্বক শোভা। দেখিয়া ওরূপে মদন কুলুপে মনেতে হইল […] keyboard_arrow_right
  • ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি
    ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি। জীবের করুণা করি দেশে দেশে ফিরি ফিরি প্রেমধন যাচে নিরবধি।। অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরণে না যায় অঙ্গ গোরাপ্রেমে গড়া তনুখানি। ঢুলিয়া ঢুলিয়া চলে বাহু তুলি হরি বলে দু নয়নে বহে কত পানি।। কপালে তিলক শোভে কুটিল কুন্তল লোভে গুঞ্জার আটনি চূড়া তায়। কেশরী জিনিয়া কটি তাহে শোভে নীল ধটী […] keyboard_arrow_right
  • ওহে পরাণ গিরিধর
    ওহে পরাণ গিরিধর। কেমনে দেখিব তোমার মুখসুধাকর।। ওহে রসশেখর রায়। কেমনে পাইব তোমা কহ সে উপায়।। ওহে নবজলধরশ্যাম। আর কি দেখিব তোমার ত্রিভঙ্গিম ঠাম।। আর কি আমারে তুমি দিবে দরশন। আর কি দেখিব তোমার ও রাঙ্গা চরণ।। আর কি মালতীমালা গাঁথি দিব গলে। আর কি অধরে দিব কর্পূর তাম্বূলে।। মরিব মরিব বন্ধু নিচয়ে মরিব। তোমার […] keyboard_arrow_right
  • কাজর ভ্রমর তিমির জনু তনু-রুচি
    কাজর ভ্রমর তিমির জনু তনু-রুচি নিবসই কুঞ্জ কুটীর। বাঁশি-নিশাসে মধুর বিষ উগরই গতি গতি কুটিল সুধীর।। শুন সজনী কানু সে বরজ-ভুজঙ্গ।। সো মঝু হৃদয়-চন্দন-রুহে লাগল ভাগল ধরম-বিহঙ্গ।। লোচন-কোণে পড়ত যব নাগরি রহই না পারই থীর। কুঞ্চিত অরুণ অধরে ধরি পীবই কুলবতি-বরত-সমীর।। এক অপরূপ নয়ন-বিষ তাকর মেটই দশনক দংশে। ও বিষ-ঔষধ বিষ অবধারল গোবিন্দদাস পরশংসে।। keyboard_arrow_right
  • কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে
    কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। কাল অঞ্জন আমি নয়নে না পরি।। আলো সই, মুই গণিলুঁ নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ ।।ধ্রু।। মনের দুঃখের কথা মনে সে রহিল । পশিয়া সে শ্যাম-শেল বাহির না ভেল।। চণ্ডীদাসে কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় […] keyboard_arrow_right
  • খেণে ধনি রোই রোই খিতি লূঠত
    খেণে ধনি রোই রোই খিতি লূঠত খেণে গিরত রথ আগে। খেণে ধনি সজল নয়নে হেরি হরিমুখ মানই করম অভাগে।। দেখ দেখে প্রেমক রীত। করুণা সাগরে বিরহ বিয়াধিনি ডুবায়ল সবজন-চীত।। খেণে ধনি দশনহি তৃণ ধরি কাতরে পড়লহিঁ রথ সমূখে। শিবরাম দাস ভাষ নাহি ফূরয়ে ভেল সকল মনোদূখে।। keyboard_arrow_right
  • গগনে ভরল নব বারিদ হে
    গগনে ভরল নব বারিদ হে বরখা নব নব ভেল। ঝর ঝর বাদর ডাকে ডাহুকী সব শবদে পরাণ হরি নেল।। চাতক চকিত নিকট ঘন ডাকই মনদবিজয়ী পিকরাব। মাস আষাঢ় গাঢ় বিরহ বড় বরখা কেমনে গোঁয়াব।। সরসিজ বিনু সর শোভা না পাবই কমল না শোভে অলিহীনা। হাম কমলিনী কান্ত দেশান্তর কত না সহব দুখ দীন।। সঞ্চরু সঘন […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ