• আইস ধনী রাধা তুমি তনু আধা
    “আইস ধনী রাধা তুমি তনু আধা অন্তরে বাহিরে ভাবি। ভব বিরিঞ্চির তারা নিরন্তর যে পদ-পঙ্কজ লভি।। শুক সনাতন পরম কারণ যে পদ-পঙ্কজ আশে। ব্রজপুরে হেতা হয়ে গুল্মলতা ইহাতে করিয়ে বাসে।। কেন তরুলতা হইব দেবতা কিসের কারণে হেন? সো পদ-পঙ্কজ- রেণুর লাগিয়া এ হেতু তাহার শুন।। ধিয়ানে না পায় যাঁহার চরণ সে জনা দানের ছলে। আজু […] keyboard_arrow_right
  • হাম নারী অতি হরি প্রেমেতে উদাস
    হাম নারী অতি হরি প্রেমেতে উদাস। তোমার পিরীতি হরি, হইল রাধার বৈরী, জাতি ধর্ম করিল বিনাশ।। ধু তোমার পিরীতে বাদে, কলঙ্কিণী হৈলুম রাধে, তথাপি তোমার মনে রিষ। পন্থ নিরখিয়া থাকি, কায় প্রাণে ভজি ডাকি, কান্দিয়া পোহাই অহর্নিশ।। প্রেমমূলে দাসী করি, কি হেতু না চাহ ফিরি, নিশি দিশে অই মোর দুখ। রাধার পরাণ তনু, মীন প্রায় […] keyboard_arrow_right
  • হাসিয়া হাসিয়া বড়াই রসিয়া
    হাসিয়া হাসিয়া বড়াই রসিয়া ধরিল রাধার করে। হাসনি রসিয়া রাই পানে চায়্যা হরষে কহিছে তারে– “কত সুধা নিধি আমার আঁচলে করে সে পরশি লহ । কিবা চাহ দান রসাল মিশাল আসি ভাঙ্গাইয়া লহ।। এক শত লাখ হাতে গণি পাবে বচন আমিয়া-কণি। আর লক্ষ লক্ষ চাহনি মধুর লেহত আসিয়া গণি।। অআর কোটী লক্ষ অধর মধুর দেখই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ