হাসিয়া হাসিয়া বড়াই রসিয়া
ধরিল রাধার করে।
হাসনি রসিয়া রাই পানে চায়্যা
হরষে কহিছে তারে–
“কত সুধা নিধি আমার আঁচলে
করে সে পরশি লহ ।
কিবা চাহ দান রসাল মিশাল
আসি ভাঙ্গাইয়া লহ।।
এক শত লাখ হাতে গণি পাবে
বচন আমিয়া-কণি।
আর লক্ষ লক্ষ চাহনি মধুর
লেহত আসিয়া গণি।।
অআর কোটী লক্ষ অধর মধুর
দেখই সুন্দর ফলে।
জগতে নাহিক যার সমতুল
দিতে নাহি যার মূলে।।
অমূল্য ভাণ্ডার যে পায় জগতে
সে বুঝে আপন লাভ।”
চণ্ডীদাসে কয় “যে বল সে হয়
কেমতে বুঝিব ভাব !”