• অন্তরে জানিয়া নিজ অপরাধ
    অন্তরে জানিয়া নিজ অপরাধ। কর যোড়ে মাধব মাগে পরসাদ।। নয়নে গরয়ে লোর গদগদ বাণী। রাইক চরণে পসারল পাণি।। চরণ-যুগল ধরি করু পরিহার। রোই রোই বচন কহই না পার।। মানিনী ন হেরই নাহ-বয়ান। পদতলে লুঠই নাগর কান।। চরণ ঠেলি চলি যাওত রাই। বলরাম দাস কানু-মুখ চাই।। keyboard_arrow_right
  • অমূল্যধন্যানি দিনান্তরাণি
    অমূল্যধন্যানি দিনান্তরাণি হয়ে ত্বদালোকনমন্তরেণ। অনাথবন্ধো করুণৈকসিন্ধো হা হন্ত হা হন্ত কথং নয়ামি।। keyboard_arrow_right
  • আজি কেনে তোমা এমন দেখি
    আজি কেনে তোমা এমন দেখি। সঘনে ঢুকিছে অরূণ আঁখি।। অঙ্গ মোড়া দিয়া কহিছ কথা। না জানি অন্তরে কি ভেল বেথা।। কিবা বা মনেতে লাগিয়াছে। দিঠি দিয়া কেবা দেখিয়াছে।। বসন ভূষণ না রহে গায়। রসের অঙ্কুর উপজে তার।। যদি বা না কহ লোকের লাজে। মরমী জনার মরমে বাজে।। আঁচরে কাঞ্চন ঝলকে দেখি। প্রেম কলেবর দিতেছে সাখী।। […] keyboard_arrow_right
  • আরে কমলদল আখিঁ
    আরে কমলদল আখিঁ। বারেক বাহুড় তোমার চাঁদমুখ দেখি।। যে সব করিলা কেলি গেল বা কোথায়। সোঙরিতে প্রাণ কান্দে কি করি উপায়।। আঁখির নিমিষে মোরে হারা হেন বাস। এমন পিরীতি ছাড়ি গেলা দূর দেশ।। প্রাণ ছটপট করে নাহিক সম্বিত। নরোত্তম দাস কহে কঠিন চরিত।। keyboard_arrow_right
  • উদিত পূরণ নিশি নিশাকর
    উদিত পূরণ নিশি নিশাকর কিরণ করু তম দূরি। ভানুনন্দিনী পুলিন পরিসর শুভ্র শোভিত ভূরি।। মন্দ মন্দ সুগন্ধ শীতল চলত মলয় সমীর। ভ্রমর গণ ঘন ঝঙ্করু কত কুহরে কোকিল কীর।। বিহরে বরজ কিশোর। মধুর বৃন্দা বিপিন মাধুরী পেখি পরম বিভোর।। দেব দুলহ সুরাস মণ্ডলে বিপুল কৌতুক আজ। বংশীকর গহি অধর পরশত মোদ ভরু হিয় মাঝ।। রাধিকা […] keyboard_arrow_right
  • এ ধনি ঐছন কহবি মোয়
    এ ধনি ঐছন কহবি মোয়। কৈছন কৈছন দেখিয়ে তোয়।। নয়ান বয়ান আনহি ভাতি। কহিতে কাহিনি ভুলসি পাঁতি।। সরঙ্গ অধর বিরঙ্গ ভেলি। কা সঞে কামিনি কয়লি কেলি।। বেকত ভৈ গেল গোপত কাজ। অতয়ে কাহারে করহ লাজ।। সঘনে জঘন কাঁপয়ে তোর। মদনমথন কয়ল জোর।। গৌর পয়োধর ভেলহু রাত। নখের আঁচড় ঝাঁপসি তাত।। খিণহুঁ খিণহুঁ হেরিয়ে তাই। সঘনে […] keyboard_arrow_right
  • এ ধনি সুন্দরী কি কহব তোয়
    এ ধনি সুন্দরী কি কহব তোয়। দেহ মুরলী ধনি রাখহ মোয়।। যতদিন জীয়ব নাগর কান। ততদিন গাওব তুহারি নাম।। জীবন অবধি ধনি তুয়াবশ হাম। গাইয়ে মুরলীতে তুয়া যশ নাম।। মুরলী বিহনে মোর তনু ভেল ভার। জীতল মনমথে মুরুলীক তার।। সো গুণময় বাঁশী কাহে লাগি গেল। হা হা হত বিধি এত দুখ দেল।। হেরইতে কানুক ইহ […] keyboard_arrow_right
  • একদিন ধনি নিকুঞ্জে বসিয়া
    একদিন ধনি নিকুঞ্জে বসিয়া গাঁথিল ফুলের হার। মল্লিকা মালতী জাতি যুথী দিয়া করিল শেজ বিথার।। শ্যামের লাগিয়া রহিল জাগিয়া সখীসহ বিনোদিনি। ত্রিযাম রজনী শুক উজরল দেখিয়া আকুল ধনি।। নিশির ভূষণ খদ্যোতিকা তারা মণি হল জোতি হীন। তাম্বুলের রাগ অধরে মিলাল বদন হইল ক্ষীণ।। শ্যামের আশায় নিরাশা হইয়া সখীরে কহিছে রাই। বলনা কি করি ওলো সহচরি […] keyboard_arrow_right
  • একে কাল হৈল মোর নয়লি যৌবন
    একে কাল হৈল মোর নয়লি যৌবন। আর কাল হৈল মোর বাস বৃন্দাবন।। আর কাল হৈল মোর কদম্বের তল। আর কাল হৈল মোর যমুনার জল।। আর কাল হৈল মোর রতন ভূষণ। আর কাল হৈল মোর গিরি গোবর্দ্ধন।। এত কাল সনে আমি থাকি একাকিনী। এমুন ব্যথিত নাই শুনয়ে কাহিনী।। দ্বিজ চণ্ডীদাস কহে না কহ এমন। কার কোন […] keyboard_arrow_right
  • কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে
    কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে। গমন বিরোধ হৈল পাপ শশধরে।। গুরুজন সম্ভাষিতে গেল আধ রাতি।। যদি চাঁদ ক্ষমা করে আজুকার রাতি।। তবেত পাইব আমি বঁধুর সংহতি।। অমাবস্যা প্রতিপদে চাঁদের মরণ। সে দিনে বঁধুর সনে হইবে মিলন।। চণ্ডীদাস বলে তুমি না ভাবিহ চিতে। সহজে এ কতা বটে কেন পাও ভীতে।। keyboard_arrow_right
  • 1
  • 6
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ