• আগে খেলে গুণী দশ অবতার
    আগে খেলে গুণী দশ অবতার দেখহ নয়নে চাই। খেলে নানা খেলা সেই পঞ্চবালা এক দিঠে দেখে তাই।। মৎস্য অবতার চারি ভুজধর শঙ্খ চক্র গদা পদ্ম। তার পর আর দেখায়ে গোচর কুর্ম্মরূপ অনুসঙ্গ।। তার পর আর হইল সত্বর বরাহ আকৃতি কায়া। আনন্দে মগন অন্তর হইল দেখিয়ে বাজির ছায়া।। নৃসিংহমুরতি হইল আকৃতি শ্রবণ প্রতাপ বড়ি। হিরণ্যকশিপু জানুতে […] keyboard_arrow_right
  • কালিয়া বরণ হিরণ পিন্ধন
    কালিয়া বরণ হিরণ পিন্ধন যখন পড়য়ে মনে। মুরছি পড়িয়া কাঁপয়ে ধরিয়া সব সখী জনে জনে।। কেহ বলে মাই ওঝারে ঝাড়াই রাইয়েরে পেয়েছে ভৃতা। কাঁপি কাঁপি উঠে কহিলে না টুটে সে যে বৃকভানুসূতা।। রক্ষা-মন্ত্র পড়ে নিজ চুলে ঝাড়ে কেহ বা কহয়ে ছলে। ”নিশ্চর কহি যে আনি দাও এবে কালার গলার ফুলে।। পাইলে সে ফুল চেতন পাইয়া […] keyboard_arrow_right
  • খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
    খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর কেশপাশে নীল বিদ্যমানে। এআ। সিসের সিন্দুর সূর ললাটে তিলক চাঁদ নয়নত বসএ মদনে ।।এআ।। সুণ বড়ায়ি ল বোল গিআঁ গোবিন্দক বাতে।এআ। তীন ভূবন বীর রাখএ যৌবন ধন কি করিতেঁ পারে জগন্নাথে ।। (এআ।।) ধ্রু।। নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ডু পাশে কণ্ণ বিম্বওষ্ঠ পুষ্পদন্ত সঙ্গে। কুচযুগ যুধিষ্ঠির বাহু নিতম্ব যুগলে মাঝ […] keyboard_arrow_right
  • গিয়া সে গুণী প্রকার করিল
    গিয়া সে গুণী প্রকার করিল সুমন্ত্র কহিল কাণে। কৃষ্ণৃ-মন্ত্র জপ করিতে লাগিল শুনায় রাধার স্থানে।। ”সেই কৃষ্ণ দেহ দেখিলে যে তেঁহো হয়েন রসিক রাজ। যে পঁহু নাগর, সুগড় মূরতি বসতি গোকুল মাঝ।। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ দেহ। এই কুড়ি বর্ণ ভেদ জানাইল পরম স্বরূপ সেই।। সেই কৃষ্ণ হয় পরম […] keyboard_arrow_right
  • ঘরের বাহিরে দণ্ডে শতবার
    (সখীর উক্তি) ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। মন উচাটন নিশ্বাস সঘন কদম্ব কাননে চায়।। রাই এমন কেন বা হইল। গুরু দুরুজন ভয় না মানিল কোথা কি দেবতা পাইল।। সদাই চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাহি করে। বসি থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খসিয়ে পড়ে।। রাজার ঝিয়ারি বয়সে কিশোরী তাহে কুলবতী বালা। কিবা অভিলাষ […] keyboard_arrow_right
  • ধরি নাপিতিনী বেশ মহলতে পরবেশ
    ধরি নাপিতিনী বেশ মহলতে পরবেশ ধেয়ানে বসিয়া আছে রাই। হাতে দিয়া দরপণি খোলে নখ রঞ্জিনী বলে বৈঠ দেই কামাই।। বসিলা যে রসবতী নারী। পুলিল কনকবাটী আনিল জলের ঘটী ঢালিল সুবাসিত বারি।। করে নখরঞ্জিনী চাঁচয়ে নখের কণি শোভিত করলযেন চাঁদে।। আলসে অবশ প্রায় ঘুম লাগে আধ গায়। হাত দিলা নাপিতিনী কাঁধে ।। নাপিতিনী একে শ্যামা, ননীর […] keyboard_arrow_right
  • মেঘ যেহ্ন আষাঢ় শ্রাবণে
    মেঘ যেহ্ন  আষাঢ় শ্রাবণে। ঝরে তার পাণী নয়নে গো। কান্দিআঁ মলিন কৈল মুখে। কত তার দেখিবোঁ দুখে গো।। বাঁশীর শোকেঁ চক্রপাণী। এবেঁ তাক বাঁশী দেহ আনী।।ধ্রু।। যোড়হাথ  কৈল দেব কাহ্নে। এবেঁ  তাক বাঁশী দেহ দাণে।। নাহিঁ  পিন্ধে উত্তম  বসনে। শরীরে দুবল ভৈল কাহ্নে ।। মোর  বোল সুণ আবগাহী। কাহ্নের পিরিতী কর রাহী।। দেহ বাশীঁ কাহ্নের  […] keyboard_arrow_right
  • যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া
    যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যামরূপ খানি।। নিজ করোপর রাখিয়া কপোল মহাযোগিনীর পারা। ও দুটি নয়ানে বহিছে সঘনে শ্রাবণ মেঘেরি ধারা।। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। সে দশা দেখিয়া বেথিত হইয়া তুলিয়া লইলা করে।। নিজ বাস দিয়া মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। ”আজু কেন ধনি […] keyboard_arrow_right
  • রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভৃতা
    রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভুতা। কাঁপি কাঁপি উঠে ঐ বৃকভানুসূতা।। কানাই কোঙর চিকণ যবে পড়ে মনে। মূরছি পড়িয়া ধনী কাঁদে ভূম খানে ।। রক্ষা অক্ষা পড়ে মন্ত্র ধরি ধনীর চুলে। কেহ বলে আনি দেহ কালার গলার ফুলে।। কালিয়া কোঙর থাকে কদম্বের ডালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশু কালে।। চেতন পাইয়া ত উঠিবেক বালা। ভূত […] keyboard_arrow_right
  • শ্যামের বরণছটার কিবা ছবি
    শ্যামের বরণছটার কিবা ছবি। কোটী মদন জনু নিন্দিয়া শ্যাম তনু উদইছে যেন রবি শশী।। কিবা সে শ্যামের সুধাময় রসকূপ নয়ন জুড়ায় যাহা চেয়ে। হেন মোর মনে হয় যদি লোকভয় নয় কোলে করি যেয়ে ধেয়ে।। তরুণ মূরলী করিল পাগলী রহিতে না দিল ঘরে। সবারে বলিয়া বিদায় লইব কি করে সোদব পরে।। ধরম করম দূরে তেয়াগিল মরমে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ