মেঘ যেহ্ন আষাঢ় শ্রাবণে

মেঘ যেহ্ন  আষাঢ় শ্রাবণে।
ঝরে তার পাণী নয়নে গো।
কান্দিআঁ মলিন কৈল মুখে।
কত তার দেখিবোঁ দুখে গো।।
বাঁশীর শোকেঁ চক্রপাণী।
এবেঁ তাক বাঁশী দেহ আনী।।ধ্রু।।
যোড়হাথ  কৈল দেব কাহ্নে।
এবেঁ  তাক বাঁশী দেহ দাণে।।
নাহিঁ  পিন্ধে উত্তম  বসনে।
শরীরে দুবল ভৈল কাহ্নে ।।
মোর  বোল সুণ আবগাহী।
কাহ্নের পিরিতী কর রাহী।।
দেহ বাশীঁ কাহ্নের  হাথে।
তুষ্ঠ হঊ দেব জগন্নাথে।।
যেবা  রাধা আছে তোর মণে।
কাহ্নাঞিঁকে বোল সে আপণে।।
তাক করিব  কাহ্নাঞিঁ হরিষে।
গাইল বড়ু চণ্ডীদাসে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ