মেঘ যেহ্ন আষাঢ় শ্রাবণে।
ঝরে তার পাণী নয়নে গো।
কান্দিআঁ মলিন কৈল মুখে।
কত তার দেখিবোঁ দুখে গো।।
বাঁশীর শোকেঁ চক্রপাণী।
এবেঁ তাক বাঁশী দেহ আনী।।ধ্রু।।
যোড়হাথ কৈল দেব কাহ্নে।
এবেঁ তাক বাঁশী দেহ দাণে।।
নাহিঁ পিন্ধে উত্তম বসনে।
শরীরে দুবল ভৈল কাহ্নে ।।
মোর বোল সুণ আবগাহী।
কাহ্নের পিরিতী কর রাহী।।
দেহ বাশীঁ কাহ্নের হাথে।
তুষ্ঠ হঊ দেব জগন্নাথে।।
যেবা রাধা আছে তোর মণে।
কাহ্নাঞিঁকে বোল সে আপণে।।
তাক করিব কাহ্নাঞিঁ হরিষে।
গাইল বড়ু চণ্ডীদাসে।।