খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর

খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
কেশপাশে নীল বিদ্যমানে। এআ।
সিসের সিন্দুর সূর ললাটে তিলক চাঁদ
নয়নত বসএ মদনে ।।এআ।।
সুণ বড়ায়ি ল
বোল গিআঁ গোবিন্দক বাতে।এআ।
তীন ভূবন বীর রাখএ যৌবন ধন
কি করিতেঁ পারে জগন্নাথে ।। (এআ।।) ধ্রু।।
নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ডু পাশে কণ্ণ
বিম্বওষ্ঠ পুষ্পদন্ত সঙ্গে।
কুচযুগ যুধিষ্ঠির বাহু নিতম্ব যুগলে
মাঝ দেশে সিংহ বিদ্যমানে।।
জঘনে বসে নূপুর আতিশয় রুচি গুরু
পদনখ নক্ষত্রগণে।।
হাথে ধরী ধনু বাণে কাহ্ন আসু বিদ্যমানে
তভোঁ তাক নাহিঁ মোর ডরে।
বোল দূতা কাহ্ন পাশে গাইল বড়ু চণ্ডীদাসে
দেবী বাসলীর বরে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ