• অঙ্গ মোড়াইছে এ ধনি যবে
    অঙ্গ মোড়াইছে এ ধনি যবে। চমকি নাগর নেহারে তবে।। অলসে অচল আপন দেহ। অলপ বিচ্ছেদে না বান্ধে থেহ।। ব্রজ নব নারি যে জন প্রাণ। রাই অঙ্গ সঙ্গে নিজ না জান।। সুকোমল জানি ধনিক গাত। ঘুমে ঘুমাওত করহি হাত।। কবহি কণ্ঠহি কণ্ঠক লোল। কবহি নিকসে অমিয়া বোল।। এ কিয়ে বদন কছু উঠাই। ওঠ অধর মিঠ মিঠাই।। […] keyboard_arrow_right
  • অট্টালিকা উপরি বসিয়া কিশোরী
    অট্টালিকা উপরি বসিয়া কিশোরী ভাবয়ে সে রূপখানি। শ্রীদাম সুদাম শ্যাম বলরাম ভারয়ে বেণুর ধ্বনি।। শুনি বেণুরব চমকিত সব হইল আহির বালা। শ্বাস নাহি বহে প্রাণ নহি দেহে বাড়িল বিরহজ্বালা।। হেন কালে তথা আইল ললিতা বিশাখা করিয়া সঙ্গে। দেখে কমলিনি পড়িয়ে ধরনি ধুলায় লোটায় অঙ্গে।। ত্বরান্বিত হয়ে রাধারে তুলিয়ে ললিতা লইল কোলে। কহ কমলিনি পাগলিনি হেন […] keyboard_arrow_right
  • অট্টালিকা উপরে উঠিলা তবে কানু
    অট্টালিকা উপরে উঠিলা তবে কানু। তুঙ্গ মন্দিরে ধনি পুলকিত তনু।। দূরে দূরে দুহুঁ জন দরশন পায়। অবশ হইলা তনু ধরণে না যায়।। কানু কহে হেরি কি উদয় ভেল চাঁদ। কিয়ে মঝু লোচন পিরীতিক ফাঁদ।। ঐছনে দুহুঁ দোহাঁ হেরি মুখবিধু। দুহুঁ জন নয়ন চকোর পিয়ে শীধু।। দুহুঁ তনু কাঁপয়ে দুহুঁ মুখে হাস। দুহুঁ জন কহে তব […] keyboard_arrow_right
  • অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ
    অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ। না ভজিলুঁ হেন প্রভুর চরণারবিন্দ।। হায় রে না জানি মুঞি কেমন অসুর। পাইয়া না ভজিলুঁ হেন দয়ার ঠাকুর।। হায় রে অভাগার প্রাণ কি সুখে আছহ। নিতাই বলিয়া কেনে মরিয়া না যাহ।। নিতাইর করুণা শুনি পাষাণ মিলায়। হায় রে দারুণ হিয়া না দরবে তায়।। নিতাই চৈতন্য অপরাধ নাহি মানে। যারে তারে […] keyboard_arrow_right
  • অদ্বৈতবিলাপে প্রভু হইলা বিকল
    অদ্বৈতবিলাপে প্রভু হইলা বিকল। শ্রাবণের ধারা সম চক্ষে ঝরে জল।। কহেন অদ্বৈতাচার্য্যে এত কেন ভ্রম। তুমি স্থির করিয়াছ মোর লীলাক্রম।। নীলাচলে নাহি গেলে পণ্ড হবে লীলা। বিফল হইবে সব তুমি যা চাহিলা।। কিরূপেতে হরিনাম হইবে প্রচার। কিরূপে ভুবনের লোক পাইবে নিস্তার।। প্রাকৃত লোকের প্রায় শোক কেন কর। তব সঙ্গে সদা আমি এ বিশ্বাস ধর।। প্রভুবাক্যে […] keyboard_arrow_right
  • অধর ফুলায়ে কেন ঘন ঘন কান্দ
    অধর ফুলায়ে কেন ঘন ঘন কান্দ। খসেছে মাথার চূড়া তাহা নাহি বান্ধ।। ভূমেতে পড়িয়া কেন মোহনিয়া বাঁশী। কটি হৈতে পীতাম্বর কেন পড়ে খসি।। মুখ বুক ভাসি যায় নয়নের জলে। কিছু নাহি বল মনকথা শুধাইলে।। খনে উঠ খনে বৈস ছাড়হ নিঃশ্বাস। নানা ছলে নিরজনে একা কর বাস।। কি লাগি এমন হৈলে কহ দেখি ভাই। নিমানন্দ দাস […] keyboard_arrow_right
  • অনুখণ কোণে থাকি বসনে আপনা ঢাকি
    অনুখণ কোণে থাকি বসনে আপনা ঢাকি দুয়ারের বাহির পরবাস। আপনা বলিয়া বলে হেন নাহি ক্ষিতিতলে হেন ছারের হেন অভিলাষ।। সখি হে তুয়া পায়ে কি বলিব আর। সে হেন দুলহ জনে অবিরত যার মনে নিশ্চয় মরণ প্রতিকার।। বুঝাইলুঁ অনুক্ষণ না বুঝে পামর মন পিরীতি হইল মোর কাল। তাহে ননদিনী-কথা শুনিতে মরম বেথা এ ঘর-বসতি বড় জাল।। […] keyboard_arrow_right
  • অপঘন-ঘটিত-ঘুসৃণ-ঘনসার
    অপঘন-ঘটিত-ঘুসৃণ-ঘনসার। পিঞ্ছ-খচিত-কুঞ্চিত-কচ-ভার।। জয় জয় বল্লব-রাজ-কুমার। রাধা-বক্ষসি হরি-মণি-হার।।ধ্রু।। রাধা-ধূতিহরমুরলী-তার। নয়নাঞ্চল-কৃত-মদনবিকার।। রস-রঞ্জিত-রাধা-পরিবার। কলিত-সনাতন –চিত্ত-বিহার।। keyboard_arrow_right
  • অপরাহ্নে দিবাশেষে কৃষ্ণ গোষ্ঠে পরবেশে
    অপরাহ্নে দিবাশেষে কৃষ্ণ গোষ্ঠে পরবেশে বটুস্থানে সূর্য্যের প্রসাদ। সখাগণ কাঢ়ি খায় কত বা কৌতুক তায় বলরামের আনন্দ উন্মাদ।। এথা রাধা সখী সহে আইলা আপন গৃহে উপহার করি কৈলা স্নান। তবে নানা বেশ করি চঢ়ে অট্টালিকা পরি কৃষ্ণপথে অর্পিয়া নয়ান।। তবে কৃষ্ণ বেণু পূরি গোগণ একত্র করি সখা সঙ্গে গৃহে আগমন। পথে রাইসন্দর্শন করিয়া আনন্দমন চলি […] keyboard_arrow_right
  • অপরূপ পেখলুঁ কানন ওর
    অপরূপ পেখলুঁ কানন ওর। কনকলতায় ধয়ল কিয়ে জোর।। চল চল মাধব করহ পয়ান। দেওল ফল বিহি তোহারি মনমান।। অজানুক রূখ ফলদ্বয় ভেল। কেহো কহে দাড়িম্ব কেহো কহে বেল।। কেহো কহে মাকন্দ ফলল অকাল। কেহো কহে পাকল মনমথ তাল।। গোপাল দাস কহে তহু রসে ভোর। জানলুঁ ফল নহে কনক কটোর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ