অনুখণ কোণে থাকি বসনে আপনা ঢাকি
দুয়ারের বাহির পরবাস।
আপনা বলিয়া বলে হেন নাহি ক্ষিতিতলে
হেন ছারের হেন অভিলাষ।।
সখি হে তুয়া পায়ে কি বলিব আর।
সে হেন দুলহ জনে অবিরত যার মনে
নিশ্চয় মরণ প্রতিকার।।
বুঝাইলুঁ অনুক্ষণ না বুঝে পামর মন
পিরীতি হইল মোর কাল।
তাহে ননদিনী-কথা শুনিতে মরম বেথা
এ ঘর-বসতি বড় জাল।।
যত তত মনে করি নিশ্চয় করিতে নারি
রাতি দিবস নাহি যায়।
ঘরে যত গুরুজন সব মোর রিপুগণ
কি করিব কি হবে উপায়।।
দেহে বৈরী এ যৌবন বৈরী হইল বৃন্দাবন
যাইবার নাহিক কোনে ঠাঁই।
শ্রীনিবাস দাসে কয় মন আপনার নয়
মরণ হইলে প্রাণ পাই।।