অধর ফুলায়ে কেন ঘন ঘন কান্দ।
খসেছে মাথার চূড়া তাহা নাহি বান্ধ।।
ভূমেতে পড়িয়া কেন মোহনিয়া বাঁশী।
কটি হৈতে পীতাম্বর কেন পড়ে খসি।।
মুখ বুক ভাসি যায় নয়নের জলে।
কিছু নাহি বল মনকথা শুধাইলে।।
খনে উঠ খনে বৈস ছাড়হ নিঃশ্বাস।
নানা ছলে নিরজনে একা কর বাস।।
কি লাগি এমন হৈলে কহ দেখি ভাই।
নিমানন্দ দাস কহে বিনয়ে শুধাই।।