অট্টালিকা উপরে উঠিলা তবে কানু।
তুঙ্গ মন্দিরে ধনি পুলকিত তনু।।
দূরে দূরে দুহুঁ জন দরশন পায়।
অবশ হইলা তনু ধরণে না যায়।।
কানু কহে হেরি কি উদয় ভেল চাঁদ।
কিয়ে মঝু লোচন পিরীতিক ফাঁদ।।
ঐছনে দুহুঁ দোহাঁ হেরি মুখবিধু।
দুহুঁ জন নয়ন চকোর পিয়ে শীধু।।
দুহুঁ তনু কাঁপয়ে দুহুঁ মুখে হাস।
দুহুঁ জন কহে তব গদগদ ভাষ।।
সখি কহে কি দেখহ সুবদনি রাই।
ধনি কহে নন্দমহল দিশ চাই।।
সখি কহে শশিধ্বজ ঊড়য়ে বায়।
তুহুঁ বুঝি হেরিয়া কানু কহ তায়।।
ধনি কহে যছু ধ্বজে শিখিশশী হোয়।
হেরহ সোই নেহারই মোয়।।
এত কহি দুহুঁ দুহুঁ পুনপুন হেরি।
যতনহি মন্দিরে পৈঠল ফেরি।।
সময় জানি কহে মাধব তায়।
নাগররাজ বন মাহা যায়।।