• অভিসার লাগি বেশ বনায়ত
    অভিসার লাগি বেশ বনায়ত সখিগণ আনন্দ পাই। কোই চিরুণি ধরি চিকুর চিত্র করি সিন্দুর-তিলক বনাই।। দেখ দেখ ভুবন মনোহর রাই। ও মুখ-ছান্দে চান্দ মলিন তনু থির হই নিরখই তাই।।ধ্রু।। কোই কিছু আভরণ অঙ্গে চঢ়ায়ত চতুঃসম গাত লগাত। সকলক শ্যাম সুখক লিয়ে অন্তর অনুভবি বরণি না যাত।। যাবকরাগ চরণযুগ রঞ্জন নায়ক রঞ্জন-কারি। ভণ রাধামোহন দুলহ সো […] keyboard_arrow_right
  • গহন বিজন বনে দূরে গেল সখীগণে
    গহন বিজন বনে দূরে গেল সখীগণে একলা রহিলা ধনী রাই। দুটি আঁখি ছল ছলে চরণকমলতলে কানু আসি পড়ল লোটাই।। জনম সফল ভেল মোর। তোমা হেন গুণনিধি পথে আনি দিলা বিধি আনন্দের কি কহিব ওর।।ধ্রু।। রবির কিরণ পাইছে চান্দমুখ ঘামিয়েছে মুখর মঞ্জীর দুটি পায়। হিয়ার উপরে রাখি, জুড়াও সে মোর আঁখি চন্দন চর্চ্চিত করি গায়।। এতেক […] keyboard_arrow_right
  • বিষম হইল কালার প্রেম লাগে শেলি
    বিষম হইল কালার প্রেম লাগে শেলি। ঝুড়িয়া ঝুড়িয়া কান্দে পরাণ-পুতলী।। যত যত পিরিতি করিয়াছে মোরে। আঁখরে আঁখরে লেখা হিয়ার ভিতরে।। হাসিয়া পাঁজর কাটা কইয়াছে কথা খানি। সোঙারিতে চিতে উঠে আগুনের খনি।। নিরবধি বুকে থুইয়া চায় চোখে চোখে। এ বড় দারুণ শেল ফুটি রইল বুকে।। হিয়ায় ধরিয়া কবে দেখিব মুখখানি। বলরাম বলে হিয়ায় দারুণ আগুনি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ