• গদ গদ বোলে শুন বাঁশীধর
    গদ গদ বোলে শুন বাঁশীধর কোথাকারে যাবে তুমি। এ ব্রজ-বালক করিয়া বিকল কিছু না জানিয়ে আমি।। কেমন তোমার চরিত ব্যাপার এই সে করিলে পাছে। তবে কেন এত প্রীত বাড়াইলে থাকিব কাহার কাছে।। স্বপন নয়নে ভোজন গমনে সদাই তোমারে দেখি। কেমনে তোমার লেহ পাসরিব শুন হে কমল-আঁখি।। কাঁদে শিশুগণ হয়ে অচেতন শ্রীমুখ পানেতে চেয়ে। কেহ কোথা […] keyboard_arrow_right
  • তুমি নন্দ বড়ই নিদয়া
    তুমি নন্দ বড়ই নিদয়া। কোথা না রাখিলা মোহ মায়া।। যারে না দেখিলে আমি মরি। কেমনে বাঁচিব গোপনারী।। কি লয়ে আইলা তুমি ঘরে। ছাড়ি মোর কৃষ্ণ হলধরে।। কান্দে রাণী ভূমে অচেতন। ধায়ে যত গোপ গোপীগণ।। রোদন বেদন উপজল। শোকেতে হইয়া গেল ঢল।। চণ্ডীদাস শুনিয়া মূর্চ্ছিত। ইহা কিবা শুনি আচম্বিত।। keyboard_arrow_right
  • তুমি নন্দ বড়ই নিদয়া
    “তুমি নন্দ বড়ই নিদয়া। কোথা না রাখিলা মোহ মায়া। যারে না দেঘিলে আমি মরি। কেমনে বাঁচিব গোপনারী।। কি লয়ে আইলা তুমি ঘরে। ছাড়ি মোর কৃষ্ণ-হলধরে।।” কান্দে রাণী ভূমে অচেতন। ধায়ে যত গোপগোপীগণ।। রোদন বেদন উপজল। শোকেতে হইয়া গেল ঢল।। চণ্ডীদাস শুনিয়া মূর্চ্ছিত। ইহা কিবা শুনি আচম্বিত।। keyboard_arrow_right
  • পড়িয়ে চরণে অক্রূর সঘনে
    পড়িয়ে চরণে অক্রূর সঘনে করয়ে অনেক স্তুতি। “তুমি হিতকারী তুমি সে প্রলয় তুমি সে সবার গতি।। তুমি চরাচর তুমি দিবাকর আকাশমণ্ডল ছায়া। তুমি সনাতন পরম কারণ তুমি পূর্ণ পূর্ণকায়া।। ব্রহ্মা মহেশ্বর যে জন না পায়ে তোমার গুণের রীতি।” চণ্ডীদাস বলে– “আমি কি জানিব অতি হই মূঢ়মতি।।” keyboard_arrow_right
  • পড়িয়ে চরণে অক্রূর সঘনে
    পড়িয়ে চরণে অক্রূর সঘনে করয়ে অনেক স্তুতি। তুমি হিতকারী তুমি সে প্রলয় তুমি সে সবার গতি।। তুমি চরাচর তুমি দিবাকর আকাশমণ্ডল ছায়া। তুমি সনাতন পরম কারণ তুমি পূর্ণ পূর্ণ কায়া।। ব্রহ্মা মহেশ্বর যে জন না পায়ে তোমার গুণের রীতি। চণ্ডীদাস বলে আমি কি জানিব অতি হই মূঢ়মতি।। keyboard_arrow_right
  • মনের মরম মনেতে জানহ
    মনের মরম মনেতে জানহ মানস মরমে যতি। মনসুখ যত মানসে জানিয়ে মদন-তরঙ্গে মাতি।। মদন-মোহন রমণীর মন মোহিলে মনের সুখে। মধুপুর দূর মথুরা-নাগরী মনে সে পড়ল তাকে।। মনেতে লাগিল মনোহর রূপ মগন হইয়া চিতে। মনে নাহি ভয় গোকুল নগরী কি রূপ আছয়ে ইথে।। মনমত্ত হাতী মারিয়ে কেশরী শৃগাল মারিতে চায়। মাণিকের কাছে তুলনা থাকয়ে কাঁচের ফলের […] keyboard_arrow_right
  • রথ আরোহণ কৃষ্ণ বলরাম
    রথ আরোহণ কৃষ্ণ বলরাম চলয়ে অক্রূর সাথে । শিঙ্গাবাঁশী-রবে পাষাণ দ্রবয়ে এই-রঙ্গ [চলে] পথে।। নানা সুবাসিত বিচিত্র মোদক মিষ্টান্ন শাকরি চিনি। ছেনা চাঁপাকলা ছাঁচি সিতামিশ্রী দুগ্ধ আবর্ত্তন ঘনি।। স্নান আচরিল ভাই দুই জনে সেই সে যমুনা-নীরে। এ সব ভোজন করি দুইজন উঠিল রথের পরে।। কর্পূর তাম্বূল বদনে দেওল বেশ বনাওল তায়। বেশ করে অতি এ […] keyboard_arrow_right
  • রথ আরোহণ কৃষ্ণ বলরাম
    রথ আরোহণ কৃষ্ণ বলরাম চলয়ে অক্রূর সাথে। শিঙ্গা বাঁশী রবে পাষাণ দ্রবয়ে এই রঙ্গে পথে।। নানা সুবাসিত বিচিত্র মোদক মিষ্টান্ন শাকরি চিনি। ছেনা চাঁপা কলা ছাঁচি সীতামিশ্রী দুগ্ধ আবর্ত্তন ঘনি।। স্নান আচরিল ভাই দুই জনে সেই সে যমুনা-নীরে। এ সব ভোজন করি দুই জন উঠিল রথের পরে।। কর্পূর তাম্বুল বদনে দেওল বেশ বনাওল তায়। বেশ […] keyboard_arrow_right
  • রূপ দেখি হিয়া কেমন করে
    রূপ দেখি হিয়া কেমন করে। না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল কেন বা লইয়া আইল মোরে।। হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি অবলার পরাণ তরল। পাছে আছে এক দোষ জানি কবে অনিরোষ গুরু জন জানি করে বল।। শুনহ মরম-প্রিয়া এ হেন রসিক লয়া করিথু রসের নব লেহা। অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন […] keyboard_arrow_right
  • রূপ দেখি হিয়া কেমন করে
    “রূপ দেখি হিয়া কেমন করে। না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল কেন বা লইয়া আইল মোরে।। হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি অবলার পরাণ তরল। পাশে আছে এক দোষ জানি করে অতিরোষ গুরুজন জানি কর বল।। শুনহ মরম- প্রিয়া এ হেন রসিক লয়া কিরথু রসের নব লেহা। অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ