তুমি নন্দ বড়ই নিদয়া।
কোথা না রাখিলা মোহ মায়া।।
যারে না দেখিলে আমি মরি।
কেমনে বাঁচিব গোপনারী।।
কি লয়ে আইলা তুমি ঘরে।
ছাড়ি মোর কৃষ্ণ হলধরে।।
কান্দে রাণী ভূমে অচেতন।
ধায়ে যত গোপ গোপীগণ।।
রোদন বেদন উপজল।
শোকেতে হইয়া গেল ঢল।।
চণ্ডীদাস শুনিয়া মূর্চ্ছিত।
ইহা কিবা শুনি আচম্বিত।।