মনের মরম মনেতে জানহ
মানস মরমে যতি।
মনসুখ যত মানসে জানিয়ে
মদন-তরঙ্গে মাতি।।
মদন-মোহন রমণীর মন
মোহিলে মনের সুখে।
মধুপুর দূর মথুরা-নাগরী
মনে সে পড়ল তাকে।।
মনেতে লাগিল মনোহর রূপ
মগন হইয়া চিতে।
মনে নাহি ভয় গোকুল নগরী
কি রূপ আছয়ে ইথে।।
মনমত্ত হাতী মারিয়ে কেশরী
শৃগাল মারিতে চায়।
মাণিকের কাছে তুলনা থাকয়ে
কাঁচের ফলের প্রায়।।
পর যে যজিয়া মন যে মজিয়া
রঙ্গে তেন অতি ভোরা।
মোতিম তেজিয়া (?) কোলিসে পাওব
চণ্ডীদাস ভেল ভোরা।।