মুরলীর ধ্বনি শুনি।
যত ব্রজাঙ্গনা হইলা উদাসিনী।।
শুনিয়া মুরলী মধুর রব।
আকুল হইলা গোপিনী সব।।
প্রেমে ছল ছল ঈষৎ হাসি।
কানুর মুখের শুনিয়া বাঁশী।।
কিবা সে সাজল শোভার সার।
হিয়াতে পরল হীরক হার।
বিচিত্র কাঁচুলী বান্ধয়ে তাহে।
নীল বসন ওড়নী গায়ে।।
সোনার নূপুর ও রাঙ্গা পায়।
কৃষ্ণদাসের মন রহুক তায়।।