মেঘ যামিনি অতি ঘন আন্ধিয়ার ।
ঐছে সময়ে ধনি করু অভিসার।।
ঝলকত দামিনি দশদিগ আপি।
নীল বসনে ধনি সব তনু ঝাঁপি।।
দুই চারি সহচরি সঙ্গহি নেল।
নব অনুরাগ ভরে চলি গেল।।
বরিখত ঝর ঝর খরতর মেহ।
পাওল সুবদনি সঙ্কেত গেহ।।
না হেরিয়া নাহ নিকুঞ্জক মাঝ।
জ্ঞানদাস চলু যাঁহা নাগর রাজ।।