• কালার মুখের মুরলী শুনিয়া
    কালার মুখের মুরলী শুনিয়া ত্যাজল গৃহের কাজে। কুলবতী হৈয়া কুল তেয়াগিয়া তিলাঞ্জলি দিলা লাজে।। ঘৃত দধি দুগ্ধ ফেলায়ে বিমুগ্ধ উনমত চিতে ধায়। নিতম্বের ভারে চলিতে না পারে গজেন্দ্র গমনে যায়।। নীল বসন রতন ভূষণ চন্দন লেপিত অঙ্গ। শ্যাম মোহিনী চলে বিনোদিনী সখীগণ করি সঙ্গ।। নয়ানে কাজর অতি মনোহর বয়ানে ঈষৎ হাসি। হাসির ছটায়ে আঁধার পালায়ে […] keyboard_arrow_right
  • জটিলা কহয়ে শুন গো রাই
    জটিলা কহয়ে শুন গো রাই। চল দিনমণি পূজিতে যাই।। আনন্দে মগন শুনিয়া গোরি। সখীগণে ডাকে নয়ন ঠারি। হাসিয়া ললিতা কহয়ে বাণী। শুভ সমাচার কহ গো শুনি।। জটিলা কি কথা কহিলা তোরে। সে সকল কথা কহ গো মোরে।। কৃষ্ণদাসে কহে শুন গো রাই। ভানু পূজিতে চল গো যাই।। keyboard_arrow_right
  • মুরলীর ধ্বনি শুনি
    মুরলীর ধ্বনি শুনি। যত ব্রজাঙ্গনা হইলা উদাসিনী।। শুনিয়া মুরলী মধুর রব। আকুল হইলা গোপিনী সব।। প্রেমে ছল ছল ঈষৎ হাসি। কানুর মুখের শুনিয়া বাঁশী।। কিবা সে সাজল শোভার সার। হিয়াতে পরল হীরক হার। বিচিত্র কাঁচুলী বান্ধয়ে তাহে। নীল বসন ওড়নী গায়ে।। সোনার নূপুর ও রাঙ্গা পায়। কৃষ্ণদাসের মন রহুক তায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ