গদ গদ বোলে শুন বাঁশীধর
কোথাকারে যাবে তুমি।
এ ব্রজ-বালক করিয়া বিকল
কিছু না জানিয়ে আমি।।
কেমন তোমার চরিত ব্যাপার
এই সে করিলে পাছে।
তবে কেন এত প্রীত বাড়াইলে
থাকিব কাহার কাছে।।
স্বপন নয়নে ভোজন গমনে
সদাই তোমারে দেখি।
কেমনে তোমার লেহ পাসরিব
শুন হে কমল-আঁখি।।
কাঁদে শিশুগণ হয়ে অচেতন
শ্রীমুখ পানেতে চেয়ে।
কেহ কোথা পড়ে নাহিক সংবাদ
অতি সে বেদন পেয়ে।।
কেহ বলে বাম (?) আর না শুনিব
মধুর মধুর বাণী।
আর না খেলিব ধেনু নিয়োজিয়া
না নিব বাঁশীর ধ্বনি।।
ভাই ভাই বলি আর না শুনিব
বিহ্বল বৈকাল বেলে।
চণ্ডীদাস কহে অতি বড় মোহে
পড়িয়া চরণতলে।।