রূপ দেখি হিয়া কেমন করে।
না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল
কেন বা লইয়া আইল মোরে।।
হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি
অবলার পরাণ তরল।
পাছে আছে এক দোষ জানি কবে অনিরোষ
গুরু জন জানি করে বল।।
শুনহ মরম-প্রিয়া এ হেন রসিক লয়া
করিথু রসের নব লেহা।
অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন
গুরু জন পরিজন গেহা।।
কোন সখী বলে শুন এত অভিমান কেন
যে করু সে করু গুরুজনে।
* * * * * *
* * *
শ্যাম সে পরশমণি যতনে ভজিব ধনী
মোর মনে এই সে ভালই।
এই মত সে নাগরী হাসিয়া আনন্দ বড়ি
চণ্ডীদাস তছু গুণ গাই।।