পড়িয়ে চরণে অক্রূর সঘনে
করয়ে অনেক স্তুতি।
“তুমি হিতকারী তুমি সে প্রলয়
তুমি সে সবার গতি।।
তুমি চরাচর তুমি দিবাকর
আকাশমণ্ডল ছায়া।
তুমি সনাতন পরম কারণ
তুমি পূর্ণ পূর্ণকায়া।।
ব্রহ্মা মহেশ্বর যে জন না পায়ে
তোমার গুণের রীতি।”
চণ্ডীদাস বলে– “আমি কি জানিব
অতি হই মূঢ়মতি।।”