• অধরহুঁ রোদন মদন-শর জরজর
    অধরহুঁ রোদন মদন-শর জরজর নখর-শকতি হিয়া ফোরি। কঙ্কণ-খরগহি তোড়ি সবহুঁ তনু সরবস লেয়লি মোরি।। শুন সহচরি হেরলু কিয়ে নঠ-চাঁদ রস-ঔখদ দেই মোহে সন্তায়বি পুন দেয়সি পরিবাদ।। পুন ভুজ-পাশে বান্ধি হিয়ে তাড়লি দুহু কুচ-পর্ব্বত-ঘাতে। রতি অতি দূবরি কয়ল কলেবর ইথে ঘুমলু পরভাতে।। মুরছলুঁ হেরি তবহুঁ নাহি ছোড়ল পুছহ মনমথ ঠাম। কর দেই রাই নাহ-মুখ ঝাঁপল হেরব […] keyboard_arrow_right
  • অলসে শুতল বর যুগল কিশোর
    অলসে শুতল বর যুগল কিশোর। হেরইতে তনু মন শীতল মোর।। এ সখি আগুসরি নিরখহ রূপ। রূপ মুরতি ধর কিয়ে রস-কূপ।। দুহুঁ তনু মীলল কছু নাহি ভেদ। বুঝলমু লব-তুল না রহ খেদ।। শয়নক কৌশল বরণি না যায়। রাধামোহন তছু বলিহারি গায়।। keyboard_arrow_right
  • আজু কেন হেন বাসি
    আজু কেন হেন বাসি। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি।। রসের ভরে অঙ্গ না ধরে বসন পড়িছে খসি। স্বরূপ করিয়া কহ না আমরা মনের মরমী দাসী।। এক কহইতে আন কহিছ বচন হইল হারা। রসিয়ার সঙ্গে কিবা রস রঙ্গে সঙ্গ হইয়াছে পারা।। ঘন ঘন তুমি মোড়িছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কেনে না […] keyboard_arrow_right
  • আজুক শয়নে ননদিনী সনে
    আজুক শয়নে ননদিনী সনে শুতিয়া আছিনু সই। যে ছিল করমে বঁধুর ভরমে মরম তোমারে কই।। নিঁদের আলিসে বঁধুর ধাধসে তাহারে করিনু কোড়ে। ননদী উঠিয়ে বলিছে রুষিয়ে ‘বঁধুয়া পাইলি কারে।। এত টীটপনা জানে কোন জনা বুঝিনু তোহারি রীতি। কুলবতী হয়ে পর পতি লয়ে এমতি করহ নিতি।। যে শুনি শ্রবণে পরের বদনে নয়নে দেখিনু তাই। দাদা ঘরে […] keyboard_arrow_right
  • আনন্দ নীর যতনে হরি বারত
    আনন্দ নীর যতনে হরি বারত অলক তিলক নিরমাই। কুঞ্চিত লোচনে হরিমুখ হেরইতে থরহরি কাঁপয়ে রাই।। দেখ সখি রাধা মাধব লেহ। নাগরিবেশ বনাওত নাগর ভাবে অবশ দুহুঁ দেহ।।ধ্রু।। কোরহি যাঁতি পুনহু হরি সাজত পীন পয়োধর জোর। ঘামল কর-পঙ্কজ জলে ধোয়ল মৃগমদচিত উজোর।। মরমক বোল কহত দুহুঁ আকুল রোধল গদ গদ ভাষা। অধর বিলোকনে ইঙ্গিতে কি কহল […] keyboard_arrow_right
  • আনন্দ-নীর যতনে হরি বারত
    আনন্দ-নীর যতনে হরি বারত অলক তিলক নিরমাই। কুঞ্চিত লোচনে হরিমুখ হেরইতে থরহরি কাঁপয়ে রাই।। দেখ সখি রাধা-মাধব-নেহ। নাগরি বেশ বনাওত নাগর ভাব অবশ দুহুঁ দেহ।। কোরহি যাঁতি পুনহু হরি সাজত পীন পয়োধর জোর। ঘামল কর-পঙ্কজ জলে ধোয়ল মৃগমদ-চীত-উজোর।। মরমক বোল কহত দুহুঁ আকুল রোধল গদগদ ভাষ। অধর বিলোকনে ইঙ্গিতে কি কহল না বুঝল গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • আর একদিন সখি শুতিয়া আছিনু
    আর একদিন সখি শুতিয়া আছিনু। বঁধুরা ভরমে ননদী কোড়ে নিনু।। বঁধু নাম শুনি সেই উঠিল রুষিয়া। বলে ‘তোর বঁধু কোথা গেল পলাইয়া।। সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি। আছিল আমার ভালে তোর বধভাগী’।। শুনিয়া বচন তার অথির পরাণী। কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি।। এমত যে ডরি সখি পাপিনীর হাতে। বনের হরিণী থাকে কিরাতের সাথে।। দ্বিজ […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর সোণার বঁধুর
    আরে মোর আরে মোর সোণার বঁধুর। অধরে কাজর দেখি কপালে সিন্দুর।। বদন-কমলে কিবা তাম্বুল শোভিত। পায়ের নখের ঘায়ে হিয়া বিদারিত।। এস না এস না বঁধু আঙ্গিনার কাছে। তোমারে ছুঁইলে মোর ধরম যায় পাছে।। শুনিয়া পরের মুখে নহি পরতীত। এবে সে দেখিনু তোমার এই সব রীত।। সাধিলে মনের কাজ কি আর বিচার । দূরে রহ দূরে […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর সোনার বঁধুর
    আরে মোর আরে মোর সোনার বঁধুর। অধরে কাজর দিল কপালে সিন্দূর।। বদন-কমলে কিবা তাম্বুল শোভিত। পায়ের নখের ঘায় হিয়া বিদারিত।। এস না এস না বঁধু আঙ্গিনার কাছে। তোমারে ছুঁইলে মোর ধরম যায় পাছে।। শুনিয়া পরের মুখে নহে পরতীত। এবে সে দেখিনু তোমার এই সব রীত।। সাধিলে মনের কাজ কি আর বিচার। দূরে রহু দূরে রহু […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর সোনার বঁধুর
    আরে মোর আরে মোর সোনার বঁধুর। অধরে কাজর দিল কপালে সিন্দূর।। বদনকমলে কিবা তাম্বুল শোভিত। পায়ের নখের ঘায় হিয়া বিদারিত।। না এস না এস বঁধু আঙ্গিনার কাছে। তোমারে দেখিলে মোর ধরম যাবে পাছে।। শুনিয়া পরের মুখে নহে পরতীত। এবে সে দেখিনু তোমার এই সব রীত।। সাধিলা মনের সাধ যে ছিল তোমারি। দূরে রহু দূরে রহু […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ