• …ছিল সখীর সহিত
    ………ছিল সখীর সহিত করিতে রসের রঙ্গ।। কেহো বা আছিল দুগ্ধ আবর্ত্তনে চুলাতে…….। তেজি আবর্ত্তন হইয়া বিমন ঐছন গেল সে চলি।। কেহো বা আছিল শিশু কোলে করি [মুখে]দিয়া তার স্তন। শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে বৃন্দাবন পানে মন।। কেহো বা আছিল রন্ধন করিতে অমতি চলিয়া গেল। কৃষ্ণমুখী হয়া মুরুলী শুনিয়া সব বিসরিত ভেল।। কেহো বা […] keyboard_arrow_right
  • আহা মরি মরি পরাণ পুথলি
    “আহা মরি মরি পরাণ পুথলি বাছনি কালিয়া সোনা। কত না পেয়েছ ক্ষুধায় পীড়িত বনে যেতে করি মানা।। এ দুঃখে না জীব নন্দে কি বলিব এ শিশু পাঠায়ে বনে। এ ঘর করণে আনল ভেজাব কিবা সে করয়ে ধনে।। ইহাকে অধিক আর কিবা ধন যারে না দেখিলে মরি। কালি আর গোঠে না পাঠাব মাঠে কেবা কি করিতে […] keyboard_arrow_right
  • কহিমু কাহার আগে
    কহিমু কাহার আগে। তুমি সে বেথিত তথির কারণে কহিল তোমার লগে।। যে দিন দেখল কদম্বের তলে চাহিয়া অকাজ কইনু। সেই দিন হতে অঙ্গ জর জর না জানি কি ফল পানু।। গৃহপতিজনে বিষ সম দেখি লোকের বচন রুঠা। বুক দুরু দুরু কেমন করয়ে এ বড়ি বিষম লেঠা।। জাতি কুল শীল আর কিবা রয় বেক … … […] keyboard_arrow_right
  • গৌণরাস কহিল এবে কহি মহারাস
    গৌণরাস কহিল এবে কহি মহারাস শুনহ শ্রবণ পাতি। আগে কহিয়াছি পঞ্চ অধ্যায়ের ব্রহ্মরাত্রি হয় তথি।। * * * * keyboard_arrow_right
  • তেজিয়া এমন নাগরির কোর
    তেজিয়া এমন নাগরির কোর মথুরা রহল গিয়া। * * * * * * * * *।। কালিয়া বরণ জিসের কারণ তাহাত ভালই জানি। তে কারণে তিহো কালিয়া হইল সুনহ পুরুব বানি।। জে কালে সমুদ্রে মথন করিল অমৃত পাবার তরে। দেবগণ জত হই এক যুথ সমুদ্র মথন করে।। মথিতে মথিতে প্রথমে উঠল কমলা নামেতে রামা। তাহা […] keyboard_arrow_right
  • দক্ষিণ নয়নে নাচিল যখন
    দক্ষিণ নয়নে নাচিল যখন দেখিল বিপদ্‌-দশা। দিয়া সে দেবতা দেবীরে পূজিতে দেখল আপদ্-ভাষা।। দেবতা উপরে দিয়া ফুলদল দেয়াশী জুড়ল কর। “দেহ মাতা দেবী দরিয়া হইয়া ঘরে রহে দামোদর।।” দেবী সে না দিল মাথার সে ফুল তাহাতে জানল মনে। দিব বহু দুখ দুখের সাগরে ফেলাব নাগর কানে।। দেখিয়া দয়াল গুণের সাগর দর দর দুটি আঁখি। দয়াতে […] keyboard_arrow_right
  • পড়িল অসুর তবে জায় গড়াগড়ি
    পড়িল অসুর তবে জায় গড়াগড়ি। গোকুলনগর লোক ধায় বরাবরি।। ‘কি কি’ বলি সব্দ করে গোকুল-নিবাসি। “এতদিনে আপদ বেড়ল সভে আসি।। নন্দের নন্দন সিসু ধরিতে বেড়াএ। কংসচর চারিদিগে সতত বেড়াএ ।। পুতনা রাক্ষসি মারে সেহেন নন্দন। পদাঘাতে সকটারে বধিল জিবন।।” ধাইল জতেক লোক দেখিতে অসুরে। তরাস লাগিল দেখি সভার অন্তরে ।। “সিসু হঞা অসুর বধিল দুই […] keyboard_arrow_right
  • প্রবেশিল যত আহীর-রমণী
    প্রবেশিল যত আহীর-রমণী গভীর বনের মাঝে। নিধুবনে বসি নাগর হরষি নটবর বেশে সাজে।। চম্পকলতা তাহে আগে হয়া কহে নাগর কাছেতে গিয়া। কহেন সকল রাধার গমন হরষিত কিছু হয়া।। কত দূরে রাই গমন মাধুরি শুনি নাগর শুনি। * * * * * keyboard_arrow_right
  • বঁধু, আর কি ঘরের সাধ
    “বঁধু, আর কি ঘরের সাধ। হ্যাদে গো সজনী কহ মোরে বাণী এ সুখে হইল বাদ।। যে জন ব্যথিত সে জন নৈরাশ মনে না পূরল সাধ।” * * * * * * * * * * ।। কাষ্ঠের পুতলি রহে সারি সারি চাহিয়া নাগর-পানে। যেন সে চান্দের রসের লাগিয়া চকোর থাকয়ে ধ্যানে।। তেমত নাগরী রসের গাগরী […] keyboard_arrow_right
  • শুন বসুদেব রাঅ
    “শুন বসুদেব রাঅ। এমত ছাআলে এ মহিমণ্ডলে না দেখি কনহু ঠাই।। নব জলধর করে ঢল ঢল বরণ অঞ্জন সম । নীল জে মুকুর অতসীর ফুল তেমতি দেখএ ভ্রম।। নয়ান খঞ্জন পাখীয়া সমান চৌরস কপাল-পাটী। তাহে নানা চিত্র বিচিত্র লিখন বিহে সে লিখন কটী।। মুখ শশধর নাসা সে সুন্দর জেমত কিরের চঞ্চু । দশন কুন্দের কালিকা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ