তেজিয়া এমন নাগরির কোর
মথুরা রহল গিয়া।
* * * * * *
* * *।।
কালিয়া বরণ জিসের কারণ
তাহাত ভালই জানি।
তে কারণে তিহো কালিয়া হইল
সুনহ পুরুব বানি।।
জে কালে সমুদ্রে মথন করিল
অমৃত পাবার তরে।
দেবগণ জত হই এক যুথ
সমুদ্র মথন করে।।
মথিতে মথিতে প্রথমে উঠল
কমলা নামেতে রামা।
তাহা নিল হরি অতি স্নেহ করি
অতি সে রূপের ধামা।।
তবে সে মথনে উঠল যতনে
কালকূট বিষরাসি।
* * * * * *
* * *।।
তাহাই ভক্ষয়ে নিলকণ্ঠ নাম
মহাদেব হল্য সুখি।
রাখিল দেবের প্রতিজ্ঞা কারণ
অসুর নাশিল ভূখি।।
চণ্ডিদাস কহে– অদ্ভুত কথা
শুনিতে শুনিবে কত।
ব্যাসের বচন পুরাণ-রচন
কহিল তাহার মত।।