ঐছন সঙ্কেত ভাবিয়া রাই।
সব সখীগণ বদন চাই।।
আবেশে কহত মনের কথা।
কবহুঁ হরষি বিষাদ ব্যথা।।
সঙ্কেত করল নাগর রায়।
কি করব সখি কহ উপায়।।
গুরু দুরুজন বঞ্চনা করি।
কেমনে যাইব রহিতে নারি।।
এতই ভাবিয়া চলিলা ধনী।
যতই বিঘিনি কিছু না গণি।।
সখীগণ মেলি সঙ্কেত গেহে।
আওল তরণীরমণ কহে।।