ঐছন সময়ে মদন মনমোহন
আয়ল গোকুলচন্দ।
রতিরসচতুর চাতুরি করি ভাষা
কহত বিবিধ করি ছন্দ।।
রমণী শিরোমণি রাধে কহে জানি
ঐছন বেশবনান।
তুয়ামুখ নিরখি বিবশ মোর লোচন
ব্যাকুল হৈল পরাণ।।
শুন অহে মাধব চঞ্চলবর কান
এমতি কহো কোন লাজে।
যাঁহা নিশি বঞ্চিলে কিশলয় শেজ মাঝ
তার কাছে হেন কথা সাজে।।
পুন পুন শপথি করসি কাহে মাধব
বেকত সব তুয়া অঙ্গে।।
করনখ চিহ্ন খিন্ন ভেল চন্দন
গণ্ডে সীমান্তিনীরঙ্গে।।
ঘূর্ণিত নয়ন বদন রস শোষত
জৃম্ভা উঠত শতবার।
হে খলচরিত ত্বরিত জানি শয়ন
যাহি বিলম্ব কাহে আর।।
আজু সে সমুঝল তুহঁকি পিরীতি রীতি
কহত নয়নানন্দ দাস।
ঐছন বচনে রসিক নারী নাগরে
বলু বহুত উপহাস।।