ঐছন শুনইতে মুগধ রমণী।
সখীগণ ইঙ্গিতে অবনতবয়নী।।
লাজে বচন নাহি করে পরকাশ।
সখীগণে কহইতে প্রিয়তম ভাষ।।
কহইতে না কহসি রজনীক কাজ।
আমার শপথি তোরে যদি কর লাজ।।
পহিল সমাগমে হইল যত সুখ।
পুনহি মিলনে পাওব কত সুখ।।
ঐছন বচন শুনি কহে মৃদু ভাবি।
চণ্ডীদাস ইহ রস পরকাশি।।