শুন ধনি রমণিশিরোমণি রাধে। হেরইতে কানু করল বহু সাধে।। যব যমুনা তুহুঁ নাহিতে গেল। মাধব তব তহি তরুতলে খেল।। যৈখনে হেরল তুয়া মুখচান্দ। যামিনি দিনুয়া ঝুরি ঝুরি কান্দ।। উচল কুচযুগ হার উজোর। সোঙরিতে কম্পিত নন্দকিশোর।। রামকদলি ঊরু পদনখ ইন্দু। সঘনে ফুকারই ব্রজকুলবন্ধু।। অভিসর সুন্দরি না কর বিলম্ব। মাধব যদি জিয়ে তব অবলম্ব।। তরণীরমণ ভণ বিহিক […]
keyboard_arrow_right