শুন হে সুবল সখা আর কি হইবে দেখা
পাসরিতে নারি সুধামুখী।
এ কথা কহিব কায় কেবা পরতীত যায়
মোর প্রাণ আমি তার সাখী।।
সখা ভাবিতে ভাবিতে তনু শেষ।
না জানি কি করে বিধি যদি কার্য্য নহে সিধি
আনলে করিব পরবেশ।।ধ্রু।।
শুনিয়া সুবল কয় কিছু না করিহ ভয়
অবিলম্বে আনি দিব তারে।
পূরিবে তোমার আশ তবে সে জানিবে দাস
বিলাস করিবে রসভরে।।
করে-যোড় করি শ্যাম সখারে কর পরণাম
ইহলোকে তুমি মোর বন্ধু।
তরণীরমণে বলে রাখ রাঙ্গা পদতলে
এবার তরাও ভবসিন্ধু।।