সখিগণে তোহে আপন হম জান।
অন্তর বাহির না করলুঁ আন।।
যো রসিক সহিত মিলনে ভয় হোয়।
তাকর আগে কাহে সোঁপলি মোয়।।ধ্রু।।
পহিলহি আদর নয়ন বিভঙ্গ।
করইতে কোরে আন হোয়ে রঙ্গ।।
এহ সখি হামে সহা নাহি যায়।
পিরীতি মুরুখ সঞে কো করু চায়।।
তরণীরমণ ভণ আন নাহি জান।
সো সুপুরুখ লাগি তেজব পরাণ।।