শুনিয়া সখীগণে ধাওয়াধাই যাই।
দেখয়ে অচেতনে আছয়ে রাই।।
ধনি ভেল মুরছিত হরল গেয়ান।
দশনে দশনে লাগি মুদল নয়ান।।
কেহু কেহু চন্দন লেপই অঙ্গে।
কেহু কেহু রোয়ত বিরহ-তরঙ্গে।।
কেহু কেহু তুলা ধরি পরখত শাস।
কেহু নলিনীদলে করত বাতাস।।
কেহু কেহু রাই লই বৈঠায়ত কোর।
এ পাপপিরীতি লাগি ঐছন ভোর।।
ভালে ভালে গেল সোই নিঠুর মাধাই।
জিবইতে সংশয় অব ভেল রাই।।
সো দিন বিছু্রল পদ নাহি ছোড়ি।
দীনহীন সম রহু কর যোড়ি।।
তরণীরমণ ভণ না কর বিলম্ব।
নাগরক লাগি জীবন অবলম্ব।।