প্রবেশিল যত আহীর-রমণী
গভীর বনের মাঝে।
নিধুবনে বসি নাগর হরষি
নটবর বেশে সাজে।।
চম্পকলতা তাহে আগে হয়া কহে
নাগর কাছেতে গিয়া।
কহেন সকল রাধার গমন
হরষিত কিছু হয়া।।
কত দূরে রাই গমন মাধুরি
শুনি নাগর শুনি।
* * * * *